আজ থেকে অনেক অনেকদিন আগের কথা। ২০১২ সালের ১৩ই অক্টোবর কমিক্সের বিশাল ভান্ডার নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। সবার বেশ সমর্থনও পেয়েছিলাম। অনেকেই পোষ্টে বলেছিল নন্টে-ফন্টে বাটুল দ্যা গ্রেট ইত্যাদি কমিকসগুলো নেই কেন? আপডেট করার অনুরোধও করেছিলেন। আপডেটই করতাম কিন্তু আপডেট করলে সেটা প্রথম পাতায় আসেনা তাই অনেকে জানতেও পারবেনা, নতুন আপডেটের কথা। তাই আরো বেশ কিছু কমিক্সের ভান্ডার নিয়ে নতুন একটা পোষ্ট দিলাম। নন্টে-ফন্টে, বাটুল দ্যা গ্রেট, ফেলুদাসহ আরো বেশ কিছু কমিক্স থাকলো এই পর্বে। আর টিনটিন, ফ্যান্টমসহ আরো বিশাল কমিক্সের ভান্ডার চাইলে আগের পোষ্টতো আছেই।
সবকয়টা কমিক্সই মিডিয়াফায়ারে আপলোড করা এবং প্রত্যেকটাই কার্যকরী। কোন ডেড লিঙ্ক পাবেনা।
তাহলে শুরু করা যাক কমিক্স ভান্ডারের ২য় পর্ব।
নন্টে-ফন্টে: কমিক্স পড়েন কিন্তু নন্টে-ফন্টের ফাইজলামী আর কেল্টুদার ভিলেনির সাথে পরিচয় নাই এমনকি কেউ আছেন? মনে হয় নাই। থাকার কথাও না। তবে আগে অনেকেই সাদাকালো নন্টে ফন্টে পড়েছেন কিন্তু রঙীন একেবারে নতুন কাহিনীর ভার্সনগুলো অনেকেই পড়েননি। চলেন তাহলে শুরু করা যাক পুরোনো (সাদাকালো) + নতুন (রঙীন) নন্টে ফন্টে কমিক্স ডাউনলোড দিয়ে।
ডাউনলোড:
নন্টে-ফন্টে ভলিউম-১
নন্টে-ফন্টে ভলিউম-২
নন্টে-ফন্টে ভলিউম-৩
নন্টে-ফন্টে ভলিউম-৪
নন্টে_ফন্টে লা জবাব (কালার)
নন্টে-ফন্টে ধুন্দুমার
নন্টে-ফন্টে হৈচৈ
নন্টে-ফন্টে ধামাকা
বাটুল দ্যা গ্রেট: কমিক জগতের আরো একটা বিশাল ক্যারেক্টারের নাম বাটুল। যার শক্তি দানবের মতো আর মনটা একেবারে ছোটদের মতো নরম। তাহার পেটে ছুরি মারতে গেলে ছুরি যায় বেঁকায়ে, গায়ে বোমা মারলে বোমা ফেটে চৌচির কিন্তু বাটুল একেবারেই সুস্থ। অপরের ভালো করতে সদা প্রস্তুত এই বাটুল দ্যা গ্রেট কার্টুন প্রেমীদের অন্যতম পছন্দের ক্যারেক্টার। তাইলে আর কি, শুরু করে দেন ডাউনলোড।
ডাউনলোড:
বাটুল দ্য গ্রেট: ভলিউম ১
বাটুল দ্য গ্রেট: ভলিউম ২
বাটুল আর ভক্কারাসু
ফেলুদা: কিছু বলতে হবে ফেলুদা সম্পর্কে? কে চেনেননা ফেলুদাকে, একটু হাতটা তোলেন তো? তার চাঁদমুখটা একটু দেখি। প্যাচাল বাদ দিলাম, শুরু করেন ডাউনলোড।

ডাউনলোড:
গ্যাংটকে গন্ডোগোল
গোসাইপুর সারগরম
নেপোলিয়নের চিঠি
জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা
রবার্টসনের রুবি
ইন্দ্রজাল কমিকস: বিশ্ববিখ্যাত কমিক্স “ফ্যান্টম” (পূর্বের পোস্টে পাবেন) এই ইন্দ্রজাল সিরিজ থেকেই বের হয়। ইন্দ্রজালের সব কয়টা কমিক্সই একশানে ভরপুর। প্রতিটা পাতায় পাবেন একশান আর জমজমাট রোমাঞ্চ। পড়তে বসলে শেষ না করে উঠতে পারবেন না। তো,শুরু করে দেন ডাউনলোড।
ডাউনলোড:
অদৃশ্য শত্রু
সাপুড়ের টোপ
বাহাদুর ও জোড়া ফাদ
ফ্যান্টম সিরিজের নীলদানব
রত্নাগার
কালো ছায়ার রহস্য
মহাকালের তলোয়ার
শুক্রের বিভীষিকা
মহাকাশের দানব
বনকন্যা: জঙ্গলের মেয়ে। ছোটবেলা থেকেই জঙ্গলে বেড়ে ওঠা বনকন্যার জীবন জঙ্গলের ভয়ংকর সব প্রানীদের সাথে। একটা প্লেন হঠাৎ ধংস হয়ে পড়লো সেই জঙ্গলে। আরোহীরা সব মিডিয়া কর্মী। ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। জমে উঠলো দূর্দান্ত এক জমজমাট কাহিনী।
ডাউনলোড:
বনকন্যা (পার্ট-১)
বনকন্যা (পার্ট-২)
বনকন্যা (পার্ট-৩)
বনকন্যা (পার্ট-৪)
বনকন্যা (পার্ট-৫)
শ্রীমতিজি: সামাজিক কমিক। একজন গৃহিনীর কাহিনী, যার নাম শ্রীমতি। চটপটে এবং বুদ্ধিমতি শ্রীমতিজির জগতে যেতে চাইলে এখনই ডাউনলোড শুরু করেন শ্রীমতিজি।
ডাউনলোড:
শ্রীমতিজির জন্মদিন
শ্রীমতিজি আর ইদুর
শ্রীমতিজির বন্ধু
অন্যান্ন: বিভিন্ন সিরিজ বাদেও আরো অনেক সিঙ্গেল কমিক্স বের হয়েছে। মজাদার এই কমি্সগুলো এখন আর পাওয়াই যায় না। নেটেও খুজে পাওয়াও বেশ কশষ্টকর। কিন্তু আমি তো আছিই।


ডাউনলোডঃ
ডোনাল্ড ডাক: http://www.mediafire.com/?67eyb32qwn6v6ug
টিনকার বেল: http://www.mediafire.com/?hkm3iisy1kzxzxi
কমিক ডাইজেস্ট: http://www.mediafire.com/?31tz8kzde28pp8x
বাহাদুর বিড়াল: http://www.mediafire.com/?gp1amemzt5gm10m
সোনার খোঁজে: http://www.mediafire.com/?1n7n1c94hl0wsdn
টেনিদা আর সিন্ধুঘোটক + টেনিদা ও ইয়েতিঃ http://www.mediafire.com/?4jzp07gw4hnans7
সুপারম্যান: http://www.mediafire.com/?4jvdvux8rxmhhg7
স্পাইডারম্যান: http://www.mediafire.com/?6qbtcne39lavlt5
হী-ম্যান: http://www.mediafire.com/?kdaortj96fweqcd
জাদু মাস্টার: http://www.mediafire.com/?mpxivbi88q0ji5h
মনভূলো পন্ডিত: http://www.mediafire.com/?37omo841jkc65sg
আরো চাই? অপেক্ষা করেন পরের পর্বের জন্য। আর পরের পর্ব নির্ভর করবে আপনাদের সমর্থনের উপর।

আগের পর্ব: কমিকস পাগলরা, চলেন আপনাদের কমিক্সের বিশাল এক রহস্যময় জগৎ থেকে ঘুরিয়ে আনি (আপডেটেড: প্র: শঙ্কু এবং লম্বু-মোটু সিরিজ)