গোলাপী বেগমের প্রেস সেক্রেটারী সংবাদ সম্মেলনে বলেছেন, বিজেপি প্রধান অমিত শাহ টেলিফোন করে খালেদার স্বাস্থ্যের খোজখবর নিয়েছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে, এইমাত্র তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছে। অবশ্য এর আগেও ভারতে নির্বাচন অনুষ্ঠানের দিন সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই দুদু মিয়া সংবাদ সম্মেলন করে হাসিনাকে ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন পদত্যাগের জন্য। অবশ্য সেটা সাহারা খাতুনের ২৪ ঘন্টার আলটিমেটামের মতোই অদ্যাবধি বহাল আছে।
তো, গোলাপী বেগম, কাজের বেটি মর্জিনা আর হানা'দারদের পা চেটে তো কিছু পেলেন না। এখন বিজেপি ভগবান মানছেন!! জেনে রাখুন, বিজেপি নয়, এ দেশের জনগনই আপনার ভগবান।
ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, অমিত শাহ আপনাকে ফোন করেননি। বরং আপনার অফিস থেকে চেষ্টা করা হয়েছিল, লাইন খারাপ থাকায় কথা বলতে পারেননি।
আপনার দলের উচ্চশিক্ষিতরাও সংবিধানের অপব্যাখ্যা করে থাকে। ক্লাস এইট পাশ করে সংবিধান আপনার বোধগম্য হবে কি না জানি না তবে সাদা বাংলায় আপনার অবগতির জন্য জানিয়ে দিতে চাই, সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগনই সকল ক্ষমতার উৎস।
বিদেশিদের পা-চাটা বন্ধ করুন।