মুসা আনিসুল হক কথপোকথন- "আমি বলি, ‘বাংলাদেশের পতাকা নিয়ে গিয়েছিলেন তো? ছবি-টবি ঠিকমতো তুলেছেন তো?’‘হ্যাঁ, নিয়ে গিয়েছি, এভারেস্টের চূড়ায় উড়িয়েছি বাংলাদেশের পতাকা।’আমি বলি, ‘ছবি ঠিকভাবে আনেন, আর তিব্বতের লিয়াজোঁ কর্মকর্তাদের কাছ থেকে যত রকমের সনদ আনা যায়, আনেন।’ ‘জি আচ্ছা, আনব।..."
(সূত্র প্রথম আলো-http://www.prothom-alo.com/detail/date/2010-05-26/news/66070)
এখনে একটা ব্যাপার লক্ষনীয়- প্রথম প্রশ্নে ২টা অংশ মুসা উত্তর দিচ্ছেন একটার। দ্বিতীয় প্রশ্নে ২টা অনুরোধ, কৌশলে একটির উত্তর।
মুসা নির্দোষ, এভারেস্ট জয়ের কৃতিত্ত্ব এখন প্রথম আলোর। বিশাল টীম নিয়ে নেপাল গিয়ে মুসা এবং জয় দুটোই দখল করে নিয়ে আসলেন আনিসুল হক সাহেব।
সাধারণ মানুষের নির্দোষ প্রশ্ন বুদ্ধের সাথের ছবি কই, একবার শুনি ছবি আছে, দেই, দিচ্ছি, আবার শুনি ছবি নেই, ক্যামেরা নষ্ট।
অনেক সন্দেহ অনেক প্রত্যাশা-http://www.somewhereinblog.net/blog/mrhrussellblog/29161562
তাই বলে আমরা কি ছবি দেখার চেস্টা করবো না?
আমি photoshop কিছুই জানি না, তবে প্রথম আলো'র graphic designer রা চেষ্টা করলে নিশ্চয়ই আরো ভালো ছবি দিতে পারবে
ব্লগার মুকুট ভাই আমার চেয়ে ভালো ফটোশপে।
শুধু ফান হিসেবে নেয়ার জন্য এই পোস্ট।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২২