____ গতকাল ফেনীর ফুলগাজি সীমান্তে আমাদের বিজিবি তিন ভারতীয় শিশুকে ধরে আনে। যদি এই ধরনের একটি খবর পত্রিকায় আসে তাহলে অবস্থা হবে চিন্তা করুন তো খানিক! পুরো বাংলাদেশের দাদা সমাজ থেকে শুরু করে সকল সুশীল সমাজের নাকি কান্না শুরু হয়ে যাবে। কিন্তু এই ধরনের কোন ঘটনা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই। তবে ঘটনা একটা ঘটেছে, কি ছিল পড়ুন নিচে -- ............................................. ..................... ফেনীর ফুলগাজী সীমান্ত থেকে তিন বাংলাদেশী শিশুকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। অবশ্য পরে তাদের ফেরত দেয়া হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার গিতাবাড়িয়ার দক্ষিণ কামল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি'র মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে তিন শিশুকে হস্তান্তর করা হয়। ফেরত দেয়ার সময় ওই শিশুদের কোমরে দড়ি পড়ানো অবস্থায় ছিল। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার গীতা বাড়িয়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২১৩১ পিলার সংলগ্ন স্থানে খেলা করছিল নাজিম উদ্দিন (৯), বিটু আহম্মেদ (১০) ও ওসমান গণি (৯) নামের তিন শিশু। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। তারা উপজেলার দক্ষিণ কামল্লা গ্রামের বাসিন্দা। এ ঘটানার পর বিজিবি তিন শিশুকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকও হয় বিজিবি'র। পরে সন্ধ্যায় বিজিবি'র কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের হাতে তিন শিশুকে হস্তান্তর করে বিএসএফ। এ সময় তিন শিশুর কোমরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। বিজিবি পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে। (সুত্রঃ যুগান্তর) সুতরাং বলি কি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এদের কে মেরে যে ফেলেনি এটাই বা কম কি! ধন্যবাদ , ধন্যবাদ সবাইকে ------------------------------ -------------------------------
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬