বলবে? আর কতগুলো শাদা পাতা মুচড়ে ফেলব?
অর্ধেক লেখা চিঠি কিংবা কবিতা গুলো পড়ে থাকবে,
স্বপ্নের অক্ষরে লেখা ছন্দগুলো তোমাকে নিয়ে লেখা।
বলবে? আর কতটুকু কাঁদলে ভিজবে তুমি?
যেভাবে ভিজতে দুহাত ছড়িয়ে বৈশাখের প্রথম বৃষ্টিতে,
ঝড়ো হাওয়ার টলমলে কান্নাভেজা চোখে।
বলবে? আর কতবার হাত বাড়ালে ধরবে তুমি?
পাল্টা চাপে আশ্বাস দেবে না এই ভয়ে,
ব্যর্থ মুঠোখানি ফিরিয়ে নিয়েছি বারে বারে।
বলবে, আর কতগুলো শব্দ জড়ো করতে হবে?
একের পর এক জোড়া দিয়ে যেখানে রচনা করব,
উপমার মহাকাব্য; তোমার নামে নামে।
বলবে? আর কয়টা সিগারেট পোড়াতে হবে?
হতাশার ছাইচাপা পড়বে হারানোর কষ্টগুলো।
উঠবো না জেগে ফিনিক্স পাখির মত আরেকবার করে।
বলবে? চার দেয়ালের কারাগার থেকে বেরুবো কিনা?
দরজায় মাথা কুটে মরছি খামাখাই, খুলবে না জানি তো,
যেখান থেকে মুক্তি নেই- পালাবার পথটুকুও ভুলে যাওয়া কাব্য।
বলবে? কবে দেব পাড়ি তোমায় নিয়ে?
ভালোবাসার প্রবল ঢেউয়ে কেঁপে উঠবে-
আমাদের ছোট্ট ডিঙ্গি, ডুববে না সত্যি।
বলবে?
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৩:২৯