আমাদের জন্য সেরকমই একটি ছোট প্রচেষ্ঠা করেছিল ফেরারী ফানুস। ফেরারী ফানুস এটি একটি রোমান্টিক ধরনের ছবি। গত শুক্রবার ছিলো এর অডিও এলবাম এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠান এবং সে উপলক্ষ্যে ধানমন্ডী রবীন্দ্র সরোবরে ফানুস ওড়ানো হয় বসন্তলগ্ন মুক্ত আকাশে।
আমার ছোট ব্লগার ভাই মাহী খুব জোর করে আসার জন্য বলল। তাই ভাইটির মুখে হাসি ফোটানোর জন্য ১০২ ডিগ্রী জ্বর নিয়েই গেলাম...........


রবীন্দ্র সরোবরে গিয়েই দেখতে পেলাম পরিচিত ও অপরিচিত অনেক মুখ। দেখে খুবই ভালো লাগলো......... সবার সাথেই পরিচিত হলাম..... যাদের অনেক নাম শুনেছি কিন্তু দেখা হয়নি............. আস্তে আস্তে আমাদের আড্ডা টাও জমে উঠতে লাগলো.............. ফেরারী ফানুস হয়েই হারিয়ে গেলাম একঝাক প্রানবন্ত ব্লগারদের মাঝে................সঙ্গে চলল আমার ফটো তোলা...........
তো আসুন হারিয়ে যাই এই ছবিগুলোর মাঝে..............
১। প্রথমেই দেখি আমাদের শিপু ভাইয়ের মশা বাহিনী........



২। মাহীর দুষ্টুমী...........

৩। বাল্য বন্ধু, চে আর মাহীর দুষ্টুমি

৪। দে বাবা দে...........




৫। থাবরাইয়া দাতঁ ফালাই দিমু ছবির শূটিং.........



৬। আসেন ভাই আসেন বান্দর খেলা দেখেন.....

৭। রাষ্ট্রপ্রধান ভাইয়ের পরিবার........


৮। মাহী আর ছোট মির্জা ভাইয়ের উল্টো মোড়ক উন্মোচন.......


৯। আলোর সন্ধানে মাহী..........

এবার আসুন ফানুসের কিছু ছবি দেখি..........
১০। ফানুস ছাড়ার মুহূর্তে..............

১১। আকাশে উড়ছে ফেরারী ফানুস.............

১২। জীবন থেকে ঝরে পরল আরো একটি দিন..........


আপনাদের কে অসংখ্য ধন্যবাদ ছবিগুলো দেখার জন্য............ আপনারা সবাই ভালো থাকবেন.........