আপাতত ; অর্থহীন কোন গল্পের ভেতরে ঘুমিয়ে পরতে ইচ্ছে করছে –
তবুও নিবু আলোর এইসব তীব্র-সুরসন্ধ্যায় ;
ভুলে যাওয়া স্বপ্নের মত , অন্ধকারে
ছড়িয়ে পরছে তোমার দৃষ্টি-নির্মিত প্যারাডক্স ...
আর কুয়াশার ওপারে আমি শীতার্ত হরিণ ;
হারিয়ে ফেলেছি পথ , তবু
ক্রম-দীর্ঘ ছায়ার অন্তরালে বসে দেখছি –
একাকী কফিন , অজস্র নক্ষত্রভ্রম ...
ঘুমের অতল থেকে ধীরে জেগে উঠা সাপেদের মত
বিমর্ষ হাওয়া ছুঁয়ে –
জেনে গ্যাছি মায়া-দৃশ্যের নীরবতা ,
স্মৃতিশুন্য রাতের গান
আর তোমাদের সমস্ত স্মৃতিশূন্যতা বুকে নিয়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছি ...
***