সেই শুরু, কত ঘটনার ঘনঘটা
স্বচ্ছ তুমি,আমি তো কিমাকার কিম্ভূত
ফেনীর রুপালি ব্যাংক চে' আমি অদ্ভুত
ছিলো সেথা কিছু,দিয়েছি ক্ষুদ্র ভাগটা।
স্বপ্নযান চালকের চোখে দে ঝাপটা
নির্বাক তুই! হতে চলেছি পরাভূত
দোষ নেই কারো,আমি অযত্নসম্ভূত
আহা! চালক আমি হয়ে আছি আটকা।
কিভাবে জ্বলবে চিরচেনা নীলবাতি?
তোমার আমার মাঝে বার্লিন দেয়াল
৯ মাত্রার ভূমিকম্প তোর স্বীকারোক্তি
ধ্বংস হয় ইমারত,সাধু বেখেয়াল।
সিধুরের মতো কিছু থাকনা এমন
কাপুরুষ করুক রিপু তার দমন।