চাঁদের আলো সয়না
আমি জ্যোৎস্না ছুঁলে ভেঙে যাই-চাঁদ জানে।
তাও ভিজে গেছি কেন অতীতের চাঁদস্নানে!
ঘাসগুলো
পা ছুঁলো;
কাঁপা হাত
হাত ছুঁলো
আর একটা ম্যাজিক ঘটে গেলো!
আমি ঘৃণা করি;আমি ঘৃণা করি;আমার সয়না চাঁদের আলো।
চাদরে,বালিশে মাখামাখি চাঁদ বারণ মানেনা,
ঘরময় তোর গন্ধ ছড়াবে-নিষ্ঠুর বাহানা।
একটা রাত যদি হাতের ভাঁজে ডুব,
যদি চাঁদ আবার হতবাক,নিশ্চুপ,
তবে ফের আবার ম্যাজিক ঘটে গেলো!
আমি চাইনা এতো বলতে,আমায় পোড়ায়... বাকিটুকু পড়ুন