৩ দিন পরে আমেকিকার ভোট, সাড়ে ৬ কোটী মানুষ ভোট দিয়ে ফেলেছে ইতিমধ্যে; ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা শতকরা ৫১ ভাগ। এই অবস্হায় সনাতনীদের দেওয়ালী উপক্ষে ট্রাম্প টুউট করেছে হিন্দুদের শুভেচ্ছা জানাতে। সেই টুইটে বাংগালীদের জন্য ১টি ভয়ংকর খবর আছে।
ট্রাম্প বলেছে যে, বাংলাদেশ এনার্খীতে ডুবে গেছে, সেখানকার মানুষ মাইনোরিটির উপর অত্যাচার করছে; ইহা বাংলাদেশের জন্য ভয়ংকর খারাপ সংবাদ।
শেখ হাসিনার সরকারের পতনের দরকার ছিলো; কিন্তু যারা আন্দোলন করেছে, তারা দেশের ক্ষমতাকে কন্ট্রোল করতে গিয়ে দেশে ভয়ংকর এনার্খীর সৃষ্টি করেছে, যা ড: ইউনুস ও মিলিটারী কন্ট্রোল করতে পারেনি আজো। এই আন্দোলনে আমেরিকান দুতাবাসের হাত আছে, ড: ইউনুস ও সেনাবাহিনী ওদের কন্ট্রোলে। ট্রাম্প জয়ী হলে দুতাবাস ও ফরেন সেক্রেটারীর অফিসের বাংলাদেশ প্রজেক্টের কি হবে, বলা কঠিন; তবে, ট্টাম্প ড: ইউনুসকে কোনভাবে সাপোর্ট করবে না; মিলিটারীও কিছুটা অসহায় হয়ে যাবে; তখন কি ঘটবে বলা মুশকিল।
সেনাবাহিনী প্রতারক আন্দোলনকারীদের সরকার থেকে না'তাড়ালে ট্রাম্প আমাদের জাতিকে আফগানিস্তান বা ইয়েমেনের মতো এনার্খী হিসেবে নিবে, যার ফলাফল হতে পারে ভয়ংকর।