ভাবনা আর প্রতিচ্ছায়া
প্রকাশের পর
তোমার প্রতিক্ষায় থাকি
মৃত প্রাণীর উপর
শকুনের দল যেভাবে হামলে পড়ে
ছিন্নভিন্ন করে প্রতিটি কোষ
আন্তজালের প্রাণের নির্মম কষাঘাতে
আমার প্রতিটি ছত্রও ছিন্নভিন্ন হয়
তুমি কি রক্তের গন্ধ পাওনা?
ধ্রুবতারা তোমার জন্যই
তপ্ত মরুভূমিতে....
শকুনের মতো,যাতে খুবলে খাও
কিন্ত শ্বেত ভাল্লুক,শুধুই ছুঁয়ে যাও!