চারদিকে শুধুই অবগুন্ঠিত সুর
ঝংকারে প্রকৃতি, যন্ত্র;সেও মূর্ছনায়
অর্থহীন মহাকালের স্নিগ্ধ ছায়ায়
বিমুগ্ধ মানব হারায় দূর সুদূর।
বাঁচতে হারাই সেতো সুরের অন্তপুর
তীব্র স্রোতে ঘটে সলিল সমাধি
সুখের মৌলিক উপাদানে ভরপুর
প্রবাহিত ছন্দমালায় আজ অবধি।
এ সুরে নান্দনিকতার মহা প্রলয়
থমকে কর্মযজ্ঞ, সাধুর টুটে ধ্যান
স্তব্ধ কোকিলের কন্ঠ আজ লাজে নোয়
বসন্তে শুনেছি মানবীর কুহুতান।
টিকে থাকাই নয় করে অবিনশ্বর
একি সুর?মূর্ছনা??সুখ?? এতো ইশ্বর!!!!
(সনেটের ছন্দমিলে রবিন্দ্রনাঠ ঠাকুরের বাহু কবিতা অনুসরণ করা হয়েছে)