
কথায় আছে- বাঙ্গালী ফ্রীতে পাইলে আলকাতরাও পাউরুটিতে ভিজাইয়া খায়!! আর আমি তো বাইবেলের কথা কইতাছি। এক ভাইয়ের ব্লগ পইড়া ইন্টারেসটেড হইয়া একটা বাইবেলের লাইগা রিকুয়েস্ট পাঠাইছিলাম (ব্লগের ঠিকানাটা ভুইলা গেছি)




একে তো বাইবেলের ছুড ছুড ইংরেজী অক্ষর, তার উপ্রে আমার ইংরেজী জ্ঞান, সব মিলাইয়া বাইবেল পড়াটা আমার সাথে যায় না।


আপনি যদি একটা নিতে চান, তাইলে ডাইরেক্ট এইখানে ঢুইকা পড়েন। একটা ইমেইল অ্যাড্রেস পাইবেন এই নামে- biblefreegift@optusnet.com.au
এবার ওই অ্যাড্রেসে একটা মেইল পাঠাইতে হইব- মেইলে আপনার ডিটেইল পোস্টিং অ্যাড্রেস, ফোন নাম্বারসহ- আফনে খুব গরীব, টাকা পয়সা নাই, স্টুডেন্ট, আফনের এলাকায় বাইবেল পাওয়া যায় না, ইত্যাদি লেইখা কন যে- আফনে জ্ঞান অর্জন করতে চান, বাইবেল থেকে অনেককিছু শিখতে চান। সো আপনার একটা বাইবেল দরকার। যদি তারা পাঠায়, তাহলে আফনে তাগো কাছে কৃতজ্ঞ থাকবেন।


এই মেইল পাঠানোর কয়েকদিনের মধ্যে ওরা আপনাকে রিপ্লাই দিবে। সেখানে বলবে যে আপনার আসলেই বাইবেলটা দরকার কিনা, সত্যি আপনে গরীবকিনা ইত্যাদি প্রশ্ন করবে। সব প্রশ্নের উত্তরে ইয়েস দিবেন। ওরা সেটা মেইলে উল্লেখ করে দিবে। যাই হোক এইসব উত্তর দিয়ে ওদের রিপ্লাই দেন। কয়েকদিনের মধ্যে ওদের কাছ থেকে আরেকটা মেইল পাইবেন। সেখানে ওরা বলবে যে- আপনার বাইবেল ওরা পোস্ট করে দিছে এবং আপনে পাওয়ার সাথে সাথে যেন তাদের রিপ্লাই দেন। এই মেইল পাওয়ার ১০/১৫ দিনের মধ্যে আপনার বাইবেল পাইয়া যাবেন ইনশআল্লাহ!!


অনেকে আছেন ব্লগের লেখালেখির উপ্রে বিশেষ ভরসা করতে পারেন না।

১. বাইবেলের প্যাকেট পাওয়ার পরের অবস্থা-
২. প্যাকেট থেইকা বাইর করনের পর-
৩. প্যাকেটের ভিত্রে একটা টাইপ করা চিঠিও আছে!-
৪. চিঠি আর বাইবেল একসাথে-
৫. চিঠির উপ্রে খোলা অবস্তায় বাইবেল-
আর কোন পরমান লাগব নি?? আরও লাগলে দিতে পারুম না। সরি।

