গুগলে আপনি কোন বিষয় নিয়ে সার্চ দিলে প্রথম ৫-৬টি রেজাল্টের ভেতর দেখবেন একটি থাকে ইংরেজী উইকিপিডিয়ার রেজাল্ট।
অনেক সময় ক্ষেত্রে সেটা আবার প্রথমেই থাকে।
তাহলে বুঝুন এটার ব্যবহার করার পরিমাণ কেমন?
উইকিপিডিয়া রয়েছে আমাদের প্রিয় বাংলাভাষাতেও। কেমন অবস্থা তার??
আর্টিকেল সংখ্যা অনুসারে আমাদের এ ভাষা আছে ৭৩ নম্বর অবস্থানে।
কেন এত নিচে অবস্থান করছে এত আবেগ আর গৌরবের একটি ভাষা?
কারণ, নতুন আর্টিকেল/নিবন্ধ লেখার, আর বিদ্যমান আর্টিকেলকে সমৃদ্ধ করার জন্য যে পরিমাণ "স্বেচ্ছাসেবী সম্পাদক" দরকার, তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
হায়! এ কথাও বিশ্বাস করতে হয়!
দেশের জন্য, ভাষার জন্য প্রাণ দেয়ার মত ইতিহাস যে দেশের, সে দেশে নিজের ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ নেই! যা আছে তা সবার জন্য সহজলভ্য নয়।
আর উইকিপিডিয়া হলো সবার জন্য উন্মুক্ত। কম্পিউটার, মোবাইলে ইন্টারনেট থাকলে যে কেউ এটা পড়তে পারবে।
আপনি হয়তো একজন চাকুরীজীবি অথবা অনেক ব্যস্ত একজন ব্যবসায়ী। ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারছেন না। কিন্তু আপনি চাইলে সচেতনতা তৈরীতে ভূমিকা রাখতে পারবেন।
যারা স্কুল পাশ করে বের হচ্ছে, কলেজ , বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের মনে দেশের জন্য, ভাষার জন্য অন্তত এতটুকু ভালোবাসা রয়েছে যতটুকু ভালোবাসা আমাদের অনেক রাজনীতিবিদের নেই।
এই সব ছাত্র-ছাত্রী হয়তো এখনই দেশের জন্য কিছু করতে চায়, কিভাবে করবে বুঝতে পারছে না। বিশ্বকোষ সমৃদ্ধ করার এ কাজটি করে অন্তত দেশপ্রেমের চর্চাটা তারা শুরু করতে পারবে।
এসব ছাত্র-ছাত্রী হয়তো আপনারই ছোট ভাই-বোন অথবা ছেলে-মেয়ে। আপনি চাইলে তাদের এ কাজের খোঁজ দিতে পারেন।
এটা পুরোটাই স্বেচ্ছাশ্রম। চালিকা শক্তি একমাত্র দেশের জন্য ভালোবাসা।
.........................
একটা ঘটনা মনে পড়ে গেলো। একজন মেয়ে তাঁর বাবা কে নিয়ে লিখেছে।
তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। কিন্তু কোন সার্টিফিকেট নেননি।
তাঁদের সংসার চলে অনেক কষ্টে।
মেয়ে তার বাবা কে একদিন আক্ষেপ করে বললো, "মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিলে কিছু ভাতা পেতে, সেটা দিয়ে সংসারে কিছু কষ্ট কমতো।"
তার বাবা জবাব দিলেন, "মায়ের ইজ্জত-সম্মান রক্ষার পর কোন সন্তান যদি মায়ের কাছে এ জন্য কিছু দাবি করে, কেমন হবে ব্যাপারটা!"
.........................
কেউ যদি নিজের ভাষায় বিশ্বকোষ গড়ার বিনিময়ে কিছু চায় কেমন হবে ব্যাপারটা?
.......................।
যে সব ভাষাশহীদ আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, চোখ বন্ধ করে একবার ভাবুন তো তাঁদের মানসিক শক্তির কথা, মায়ের জন্য, মায়ের ভাষার জন্য ভালোবাসার কথা!
যে সব শহীদের মানসিক বলিষ্ঠতার কথা একবার চিন্তা করে দেখুন তো যারা নিজের দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন? নিজের পরিবার-পরিজনের চেয়েও দেশের স্বার্থের কথা আগে চিন্তা করেছেন।
.........................
আমাদের জন্য তাঁরা এতো কিছু করে দিয়েছেন, আমরা কি পারবো না এই দেশ/ভাষা কে সবার সামনে তুলে ধরার জন্য সামান্য অবদান রাখতে??
.........
উইকি সহায়তা নিয়ে লেখা ব্লগের লিংক:
১. বাংলা উইকিপিডিয়া সহায়িকা
২. বাংলা উইকিপিডিয়া “ত্বড়িত সহায়িকা”
৩. বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন।
৪. উইকিপিডিয়া খুঁজছে --- আপনাকেই!!
৫. বাংলা উইকিপিডিয়ায় কোন সমস্যায় পড়লে কি করবেন?
...........
আরো জানতে:
একজন রাগিব ভাই ও আন্তর্জালে বাংলায় বিশ্বকোষ -উইকিপিডিয়া
..........
লেখা-লেখির সময় না পেলে সাহায্য করুন ছবি দিয়ে:
ছবি চাই, ছবি। দিন না একটা ছবি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৪