আপনাকে সেখান থেকে তুলে এনে এমন একটা বাসায় থাকতে দেয়া হলো, যেখানে ফার্নিচার-প্রয়োজনীয় জিনিসপত্র-লাইট-ফ্যান সবই দেয়া আছে।একেবারে পরিপূর্ণ।
আপনি আগে জানতেন না, কোন রুমে কি কি রাখতে হয়। কিন্তু এখন যে স্টাইলে জিনিসপত্র গুলো রাখা আছে সেটা দেখে একটা ধারণা পাবেন।
[এই ধারণা না পেলে দেখা যেতো আপনি রান্নঘরে বুক শেলফ রেখে দিয়েছেন!]
আপনি এখন নিজের মত করে সাজাতে পারবেন। যদি মনে হয়, কোন রুমে জিনিস কম আছে, তাহলে নিজেই সেটা যোগ করতে পারবেন। কোন রুমে অতিরিক্ত কিছু থাকলে, সে গুলো ফেলেও দেয়া যাবে।
আপনাকে একজন ম্যানেজার দেওয়া হলো, যার নাম চেঙ্গিস খান। তার কাজ হলো আপনার আদেশ মেনে সব ঠিকঠাক করা।
আর পুরো বাসার একটা ম্যাপ আপনার হাতে আছে, যেটা দিয়ে সহজেই আপনি পরিবর্তন গুলো বুঝতে পারবেন।
১০-১২ জন ডিজাইনার আছে, যারা আপনার চাহিদা অনুসারে চাইলে সব সাজিয়ে দিতে পারে।
সহজ ব্যাপার!
....................................
এইবার একটু মিলিয়ে দেখুন:
চেঙ্গিস খান= আপনার কন্টেন্ট ম্যানেজার -জুমলা
বাসার ম্যাপ = আপনার হাতে থাকা প্রিন্ট করা ওয়েবপেজটি
ঐ বাসার ফার্নিচার = আপনার ওয়েবসাইটের নানা-রকম আর্টিকেল/ লেখা।
ঐ ডিজাইনার গুলো = জুমলার নানা রকম template
..................................
চলুন এখন বাসার ম্যাপ নিয়ে চেঙ্গিস খানের কাছে যাই!

...............
(আমরা এখন লোকালসার্ভারে সব কাজ করবো)
ব্রাউজারে /localhost/জুমলা ফোল্ডারের নাম/administrator দিয়ে অ্যাডমিন প্যানেলে লগইন করুন।
[ এখন আপনি যা যা দেখতে পাচ্ছেন, সেগুলো প্রতিটির আলাদা করে বর্ণনা দিতে গেলে অনেক গুলো পোস্ট দেয়া লাগবে। তাই আমি চেষ্টা করবো, সংক্ষেপে কিভাবে সব কিছু বুঝানো যায়। ]

বড় করে দেখুন

বড় করে দেখুন
আপাতত আপনারা এই ছবিটি দেখে ওয়েবসাইট সাজানোর কাজ চালিয়ে নেন।
এগুলো নিয়ে কাজ করতে থাকুন, আইডিয়া বের করুন কিভাবে আপনার ওয়েবসাইট আরো সুন্দর করা যায়।
তারপর সেটা সমৃদ্ধ করার প্ল্যান করা যাবে।
কিভাবে টেমপ্লেট পাল্টাবেন, কাস্টোমাইজ করবেন, কোন গান, ছবি, আপলোড করবেন, এ ব্যাপার গুলো পোস্টে দিলাম না। এত কিছু দেখে তালগোল পাকিয়ে ফেলবেন। এ ব্যাপারগুলো এ পোস্টেই আলোচনা করবো, তবে সেট মন্তব্যের আকারে।
যার ফলে, মূল পোস্ট থাকবে হালকা-পাতলা, দেখে ভালো লাগবে।
..........................
আপনারা এর মধ্যে একটি ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং, ডাটাবেজ তৈরী , ডিজাইন শিখে ফেলেছেন, তবে সংক্ষিপ্ত পরিসরে।
আরো অনেক কিছু বাকী। সব কিছু তো আর একেবারে শেখা যাবে না। তাই এখন যা যা শিখেছেন সে গুলো চর্চা করুন।
...........................
আগামী পর্বে ওয়ার্ডপ্রেস, আর ড্রুপাল দেখাবো।
অন্য পর্বগুলো দেখতে সূচীপত্রের সাহায্য নিন:
নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:১১