আপনাকে কিছু না শিখিয়ে কেন এমন করলাম?
ধরুন, আপনি ময়দার রুটি বানাতে জানেন না। আপনাকে শেখাতে গিয়ে প্রথমেই আপনার হাতে একটা পরিপূর্ণ রুটি ধরিয়ে দিলাম। এতে করে কি হবে? আপনি বুঝতে পারবেন, রুটির সর্বশেষ আকার, আকৃতি কেমন হবে, খেতে কেমন হবে।আপনি কিন্তু তখনও জানেন না, এটা কিভাবে বানাতে হয়!
ওয়েবসাইট বানানো শেখানোর আগেই আপনাকে দেখানো হলো ঠিকঠাক বানালে তার আউটলুক কেমন হবে। কিন্তু আমদের কিন্তু এখনও শেখা বাকি!
.................
আমরা এখন জুমলা ইনস্টল করা শিখবো।
যদিও আমাদের একটা ওয়েবসার্ভারে জায়গা পাওয়া গেছে, তার পরেও আমরা নিজের পিসিকে সার্ভার বানিয়ে কাজ করবো।
XAMPP এর কথা মনে আছে? সেটা এখন আপনার পিসিতে ইনস্টল করুন। [ইনস্টল করা অনেক সহজ, কোন সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিবো।]
ইনস্টল করার পর, XAMPP control panel এ যাবেন।Apache, MySQL সিলেক্ট করে start সিলেক্ট করবেন।
এখন আপনার কম্পিউটার একটা সার্ভার হিসেবে কাজ করতে পারবে।
(সেটা হলো লোকাল সার্ভার, আপনি নিজেই হোস্ট, সুতরাং এটার হোস্ট লোকাল হোস্ট)
...........
পরের কাজ ডাটাবেজ বানানো।
আপনার ব্রাউজারের address bar এ লিখুন, localhost
এর পর?
এর পরের কাজ গুলো আমি ছবি আকারে দিয়ে দিয়েছি। যেন ছবির বর্ণনা পড়ার জন্য বারবার ব্লগ দেখা না লাগে।
এই ছবি গুলো আশা করি আপনাদের ভালো মত নির্দেশনা দিতে পারবে। ছবি গুলো সব জীবন্ত

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
ছবির নিচে বড় করে দেখার জন্য লিংক আছে। ক্লিক করতে ভুলবেন না

████████████████████████████
ডাটাবেজ সেটআপ:

Click This Link

Click This Link

Click This Link
████████████████████████████
জুমলা সেটআপ:

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link
████████████████████████████
এখন আপনার ব্রাউজারে গিয়ে লিখুন localhost/test
(আপনার জন্য test এর জায়গায় আপনি যে ফোল্ডারের নাম দিয়ে জুমলা ইনস্টল করেছেন সেটা হবে)
একটা পেজ আসবে, একই রকম পেজ এসেছিলো, freehostia -তে অ্যাকাউন্ট খুলে সব কাজ করার পর!
তার মানে আপনার পিসি এবং সার্ভারের পিসিতে এখন জুমলা ইনস্টল করা আছে।
সার্ভারের পিসিতে আপনি শর্টকাটে জুমলা ইনস্টল করে ফেলেছেন।
কিন্তু আমরা সঠিক উপায়ে ইনস্টল করা শিখবো।
..............
এই পর্ব এখানেই শেষ।
এর পরের পর্বে আমরা শিখবো, জুমলা কিভাবে কাস্টমাইজ করতে হয়।
............
আমাদের অগ্রগতি কতটুকু?
মনে করুন,
পানি,কারেন্ট,গ্যাসের সংযোগ আছে এমন একটি খালি ফ্ল্যাটে থাকার সুযোগ পেয়েছি আমরা।
এখন আমাদের রুচি অনুযায়ী রং করবো, আসবাব-পত্র সাজাবো।
তারপর সবাইকে দাওয়াত করে খাওয়াবো


আপনারাও আপনাদের কাছের মানুষদের নিজের ওয়েবসাইটে দাওয়াত দেয়ার একদম কাছাকাছি চলে এসেছেন!!
..........
পরের পর্ব শুরু করার আগে একটা অনুরোধ করে যাবো। আপনি যে ওয়েবসাইটটি এখন তৈরী অবস্থায় পেয়েছেন , সেটির ফ্রন্ট পেজটি প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
শুনতে অবাক লাগলেও আমি বলবো, এই পুরো টিউটোরিয়ালটি আপনি মনে রাখতে বাধ্য হবেন যদি ফ্রন্ট পেজটি প্রিন্ট করে নিজের কাছে রেখে পরের পর্বগুলো পড়তে বসেন! কেন?? সেটার সামনেই বুঝতে পারবেন!
অন্যান্য পর্বগুলোর জন্য সূচীপত্রের সাহায্য নিন:
নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২