নুসরাত হিজরত প্রাপ্তির দিনও দোটানায় ছিল
আর ক’টা দিন মাত্র; নতুন শহরের ভেতর অন্য একটা শহর
থুতনিতে কম দাড়ি ছিল বলে তার মনে বেশ আক্ষেপ ছিল
বাসর রাতে ছেটেঁ দেয়ার প্ল্যানও ছিল!
সে আশা তার পূর্ণ হয়েছে কিনা জানি না
অল্পচোট সে অবশ্য পেয়েছে; মেনে নেয়ার শিক্ষা,চুপ করে থাকার শিক্ষা
মানিয়ে নেয়ার শিক্ষা … এত শিক্ষার আবহে তার স্বপ্নশিক্ষাটা যে চিরদিনের জন্য হারিয়ে গেল
হয়ত সে এখন দশজনের মতই! সবার কাছে খুব প্রিয় হয়ে রয়েছে…
ঘর থেকে ঘরের যাত্রা-- হেঁটে বিশ্বপাড়ি-- ভাষা একই!
খুটে খুটে কোন এক শব আক্ষেপে তার কাছে পড়ে রবে
সার্কিট হাউস,আইসক্রিম,কিছু হওয়ার মন্ত্র!
নবজাতক এখন কোলে পিঠে মানুষ করছে
দোটানায় ও নবুয়তের বহমান পলল থেকে।