এইমাত্র গরুর বাজার থেকে গ্যালারীতে ফিরে আসলাম।অবস্থা সুবিধার না, ক্রেতারা ফলো অন এড়াতে লড়ছে। অনেক ব্যাপারীদের পিঠে হাত বুলিয়েছি,কাকা মামা ডেকেছি।লাভ হয় নাই। এরা সেটা দূর্বলতা ভেবে আরো খেলা টাইট করে দিয়েছে। সন্ধ্যের পর সেকেন্ড স্পেলে খেলতে নামবো। একজন ব্যাপারী আমার পাশের ক্রেতাকে বললো, না না, ইটা হামার নিজের গাইয়ের পেটের বাচ্চা, এ দামে হবে না।আপনার কি আর হাত নাই।
ক্রেতা ফ্যালফ্যাল করে জিজ্ঞেস করছে ,মানে কি? আমি বললাম,এটা ওর কাবিন পড়ানো সতী গাভী্নের বাচ্চা, আপনার হাতে আর কিছু বাড়তি টাকা আছে কিনা জিজ্ঞেস করছে। বাড়াতে বলতেছে। ক্রেতা মুহুর্তেই ক্ষেপে- এভাবে বলতেছে কেনো? বললেই হয় এ দামে দিবে না।