আমার বন্ধু হারুন।
আমার বন্ধু হারুন শুধু আমারই না, মোটামুটি সবার প্রিয়। সে তাবলিগ করে।বেজায় সহজ সরল। সে মাঝে মাঝে একটা কথা বলবে,যার রেশ বন্ধুদের মধ্যে অনেকদিন থাকে ।সে অনেকদিন পর পর একটা গল্প বলবে, যা যারা শুনেছে তারা ভুলতে সময় লাগবে। আমার এখন মনে নাই,তবে কায়সার ভাই কিছু গল্প মনে রাখতে পারে।এহেন... বাকিটুকু পড়ুন
