somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইফা বুড়ি

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাইফা বুড়ি,


কি ব্যাপার গাল ফুলাচ্ছ/:) কেন? বুড়ি বলছি বলে। আচ্ছা আপু ডাকছি। এবার একটু হাসতো। হা বল কেমন আছো? খোদার রহমতে নিশ্চয়ই ভালই আছো। কি ব্যাপার আবার নাক ফুলাচ্ছ/:) কেন? ও আচ্ছা আদর দিইনি বলে। আচ্ছা ঠিক আছে কপালে একটা আদর দিলাম। কি আরো লাগবে নাকি? আচ্ছা ঠিকাছে চোখ বন্দ্ব কর, দুচোখে দু’টা। আমি কিন্তু আর দিতে পারবনা। নাকেও দিতে হবে? আরে নাকে কিভাবে আদর দেব। নাকের ময়লা লাগবেনা?:P আচ্ছা বাবা নাও ১০০টা আদর দিলাম, হাতে পায়ে কানে মাথায় নিয়ে নিও। এবার লক্ষী মেয়ের মত ভাইয়ার সামনে একটু বসতো দেখি কেমন হয়েছ তুমি দেখতে। হায় আল্লাহ তুমিতো আগে অনেক সুন্দর ছিলে, এখন এরকম হয়ে গেছ কেন? নাকটা পেচার মত, চোখ দুটি ট্যারা, চুল গুলো উস্ক কুস্ক, তোমায়তো দেখতে পেত্নীর মত লাগছে।/:) একটুও আর লম্বা হওনি। তোমাকে বিয়ে দেব কেমন করে? কি রাগ করছ কেন? সুন্দর না বলেছি বলে? আচ্ছা একটা গল্প বলি শুনো। গল্প পরে বলব এখন মনে পড়ছেনা । বরং সেদিনের স্বপ্নের কথাটিই বলি। তুমি কিন্তু হাসতে পারবেনা। তুমিতো কথায় কথায় হাস। সেবার মা’কে দেয়া চিঠিখানা পড়ে তোমার নাকি সেকি হাসি। তোমার দেখছি লজ্জা সরম বলতে কিছুই নাই। অন্যের চিঠি পড়, আবার সেটা নিয়ে হাসা হাসি কর। পঁচা মেয়ে। দুষ্টু মেয়ে। আচ্ছা শোন স্বপ্নের কথাটি বলি - তুমি বৃত্তি পাওয়াতে আমি খুশী হয়ে তোমায় পার্কে নিয়ে গেলাম। অনেক ঘুরলাম আমরা। একটা রাইডও তুমি চোখ খুলে চড়তে পারনি। উপর থেকে যখন নীচে নামত তখন তুমি চোখ দু’টি বন্দ করে আামায় জড়িয়ে ধর। ভীতু কোথাকার। অনেক গুলো আইচক্রীম খাওয়ালাম তোমায়। তুমিযে এত্তো আইচক্রীম:P খেতে পার আমিতো আগে জানতামনা। আইসক্রীম খেয়ে তুমি খুক খুক করে কাশতে লাগলে। বাসায় আসতে আসতে কাসিটা আরো বেড়ে গেল। আম্মু দেখে বলে কি হল কাশতেছ কেন? আইসক্রীম খাওনিতো? আমি বল্লাম আরে না বাতাস লাগছে। আম্মু বিশ্বাস করলনা।
সত্যি করে বল সে কয়টা আইসক্রীম খাইছে।
আমি বল্লাম দুইটা।
এবার তুমাকে বল্ল সত্যি করে বল কয়টা খাইছ।
নয়টা। :-*
তুমি দেখি মিথ্যেও বলতে জাননা। আম্মুতো শুরু করে দিল চিল্লা চিল্লি। এক দিনে তুমি নয়টা আইসক্রীম খাইছ!! তুমার মুখ দিয়ে ভাল জিনিস পেটে যায়না। বস্তা পঁচা আইচক্রীমগুলোতো যায়। আমায় বল্ল - আমার মাইয়ার আইজ কিছু হইলে তুমিই খেদমত কইরবা, তুমিই ডাক্তার দেখাইবা। তুমিই সব কিছু কইরবা। রাতে সত্যি সত্যি তুমার কাঁপুনি দিয়ে জ্বর এসে গেল, খুব গলা ব্যথা শুরু হল। কিছু খেতে পারছনা। আম্মুর এক হাজারটা গালি শুনতে লাগলাম একের পর এক। মজার মজার ঝারি গুলো শুনতে মজাই লাগছিল।
পরদিন বিকালে তোমায় দেখতে গেলাম। পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বল্লাম আম্মু বকেছে? মূখ কালো করে মাথা নাড়লে-মানে খুব বকেছে। :((
কিছু খেয়ছ?
বিরক্তভাবে মাথা নাড়লে। মানে খেতে ইচ্ছে করছেনা - খাওনি।
আমি এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে বল্লাম আইসক্রীম খাবে?
অমনি মুচকি হাসলে।;) তোমার চোখে মুখে যেন আনন্দ খেলে গেল। পকেট থেকে বের করে আইসক্রীমটা দিলাম। যেইনা তুমি আইসক্রীমটা মুখে দিলে আম্মু এসে গেল।:-/ অমনি শুরু হল, তুমি আমার মাইডারে পাইছডা কি? এরকম না করে বরং গলা টিইপ্পা মাইরা ফেলাও। আইজ তুমার একদিন কি আমার একদিন। ঝাটা কই বলে আমায় মারতে ঝাটা আনতে গেল। ঝাটা নিয়ে আসতে দেখে আমি দিলাম ভুঁ দৌড়। আর ঠিক তখনি আমার ঘুম ভেঙ্গে গেল। দেখি ঘড়ির এলার্ম বাজছে। ঘড়িটাকে একটা ধন্যবাদ দিলাম। যদি সে আমায় না জাগাত তাহলেতো আম্মুর ঝাটার বারি খেতাম। গোসল সেরে নাস্তা করে অফিসে গেলাম। কম্পিউটারে রাখা হীমি আন্টি ও সায়মাপুর বিয়ের সিডি কাজের ফাঁকে অন করে তোমায় দেখলাম। না তোমার নাকটি পেচার মততো না, চোখ দু’টি ট্যারাও না, দেখতে তোমায় পেত্নীর মতও লাগেনা। স্বপ্নে আমিযে কি সব আজে বাজে দেখি। তুমি অনেক সুন্দর হয়েছতো দেখতে। ঠিক যেন একটি চাঁদ। প্রথমে ভাবলাম আম্মুর পাশে বসে আকাশের চাঁদ বুঝি ভাত খাচ্ছে। পরে খেয়াল করে দেখলাম না সেতো তুমি। দেখ চাঁদে যেন দাগ না লাগে। দেখতে চাঁদের মত হলেতো হবেনা, তোমার হাসি কান্না, চাল চলন, পছন্দ অপছন্দ, কথা বার্তা, পোশাক পরিচ্ছেদ, লেখা পড়া সব কিছুই কিন্তুহতে হবে সুন্দর । পড়া লেখা ঠিক মত না করলে কিন্তু কোন আদর টাদর পাবেনা, বরং কিলিয়ে আলু ভর্তা বানিয়ে ফেলব। আম্মু ও খালামনির কথা অক্ষরে অক্ষওে মেনে চলবে। আর শোনো কখনো মিথ্যা কথা বলবেনা। এমন কোন কাজ করবেনা যেটা আম্মুকে জানাতে পারবেনা।
আসার সময় তোমার জন্য কি আনব? ছোটছোট ডেকছি - খেলাবাতি আর পুতুল?? কি হলো আমায় মারছ কেন??X(( ও আচ্ছা তুমি এখন এসব নিয়ে খেলনা। বড় হয়ে গেছ তাই। তো কি আনব। লাল ফিতে, লাল চুড়ি আর লাল জামা?? ভাইয়ারতো বাড়ী আসতে ইচ্ছে করছেনা। তোমরা সবাই বড় হয়ে যাচ্ছ, আমি কাদের নিয়ে খেলব? কে আমার কোলে লাফিয়ে উঠে আদর করবে? কাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে টুনা টুনির গল্প বলে ঘুম পাড়াব?
তুমি অনেক বড় হও, অনেক সুন্দর হও তোমার চাঁদমাখা মুখ খানি দেখে যেন চাঁদেরও হিংসে হয়। ভাল থেকো। তোমার চতুর্পাশটা ঘিরে থাকুক রঙীন ফুলের মেলা, খেলা করুন হাজারো রঙীন প্রজাপতি সারাটিদিন সারাটিক্ষণ।



ইতি তোমার ভাইয়া।B-)


কুয়েত।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১২ রাত ৯:৪৯
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় দাবিদাওয়া নিষ্পত্তি সংস্থা : অরাজকতার পালে নতুন হাওয়া!

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১:০৩


বাংলাদেশে আজকাল দাবি না জানালে কেউ আর মানুষ থাকে না—ছাত্র, শিক্ষক, গৃহিণী, পুলিশ, পিয়ন, কবি, কুস্তিগির, সবাই 'অধিকার' চায়। তবে অধিকার মানে এখানে মোটেই দায় বা কর্তব্য নয়, বরং ছিনিয়ে... ...বাকিটুকু পড়ুন

স্পা এবং দেহ ব্যবসায়ীদের কথা শুনলে রেগে যাবেন না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৪৯



পুরো পৃথিবীতে স্পা এর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার। এইসব স্পা-গুলোর বেশির ভাগই গড়ে উঠেছে ইউরোপে। এশিয়া - প্যাসিফিকের দেশগুলোতেও স্পা-এর সংখ্যা কম নয়। ৫১ হাজারেরও বেশি। বাংলাদেশে স্পা... ...বাকিটুকু পড়ুন

মাটির রঙভঙ্গ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫০


হ হ আজ কাল মানুষগুলো
হাসলেও মারে, ভাত চাইলোও মারে-
এমন কি চেয়ে থাকলোও মারে;
কি অভ্যাস হয়ে যাচ্ছে খারাপ-
মারার বিকল্প কিছু খুঁজে পায় না
যত রাগ বাবা এখন রক্তাক্ত সাপ
ক্ষমতায় দেখে শুধু... ...বাকিটুকু পড়ুন

মুসলিম বিহীন বিশ্ব গড়ার চেষ্টা বিশ্ব জনসংখ্যা অনেক কমিয়ে দিবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫০



নেতানিয়াহু বলেছে তাদের সাথে অনেক শক্তিশালী রাষ্ট্র আছে। সে মুসলিম বিশ্বকে বড় রকমের হুমকি দিয়েছে। সে গণহত্যা চালাচ্ছে। আত্মরক্ষায় মরিয়া মুসলিমরাও গণহত্যা চালাবে। তখন আর সভ্যতার বাণীতে কাজ... ...বাকিটুকু পড়ুন

ব্লগার মিরর ডোল, নিজের মনের অশান্তি অন্যের উপর চাপিয়ে দিয়ে ফ্যাসিস্টের মতো আচরণ করবেন না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৫

ব্লগার মিরর দৌলাকে বলছি।
আপনাকে কিছু কড়া কথা আজ বলবো। ব্লগে বর্তমানে আপনার কোন অবদান নেই। সামুর যে ব্লগপেইজটা আপনি চালান, সেখান থেকে সব পোষ্ট আপনি ড্রাফটে নিয়েছেন। সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

×