ফরাসী দেশের রাজপরিবার সম্পর্কে তার করুণ ভবিষ্যদ্বাণী:-
*******************************
ফরাসী দেশের রাজপরিবার সম্পর্কে তার যে ভবিষ্যত আলোড়ন সৃষ্টি করেছিল সেই ঘটনা ঘটার চার বছর আগে তিনি লিখেছিলেন,
"তরুণ সিংহ তার বয়্স্ক প্রতিদ্বন্দ্বীকে হারাবে
যুদ্ধক্ষেত্রে প্রথমবার নয় দ্বিতীয়বার
সোনার মুখচ্ছদ ভেদ করে খুলে আসবে চোখ
রক্তাক্ত ক্ষত,হায় কী ভয়ানক মৃত্যৃ রাজার।"
আশ্চর্যভাবে ঘটে যাওয়া ঘটনাটি ১৫৫৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই ফরাসী রাজপরিবারে যে বিয়ে হচ্চিল সেবিয়ের অনুস্ঠানে এবং একটি শোকের ঘটনায় বিয়েটি ভেঙ্গে যায়। দুই রাজ পুরুষ রাজা দ্বিতীয় হেনরী ও গ্যাব্রিয়েল বিয়ের অনুস্ঠানের অংশ হিসেবে দ্বৈত তলোয়ার যুদ্ধে নেমে পড়লেন। এ বন্ধুতপূর্ণ খেলাতে সমঝোতামূলক প্রতিযোগিতা ছাড়া আর কিছুই থাকে না। খেলা শেষ হওয়ার পর সোনার অলংকারে সজ্জিত হেনরী যখন আরেকদান লড়াই করতে চাইল তখন গ্যাব্রিয়েলের ইচ্ছা না থাকলেও হেনরীর কারণে রাজি হতে হলো। দ্বিতীয়বারের লড়াই শুরু হতে না হতে যে দুর্ঘটনা ঘটে গেল তাতে সাথে সাথে দুটি তলোয়ার আঘাতে টুকরো টুকরো হয়ে গেল এবং গ্যাব্রিয়েলের তলোয়ারটা ছিটকে হেনরীর সোনার মুখবর্মভেদ করে চোখে বিধলে নিমেষের মধ্যে রক্তভেজা রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। স্তব্ধ মানুষের সামনে গ্যাব্রিয়েল ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন , দৈববলে ভবিষ্যদ্বাণী করেছিলেন যিনি এই দুর্গটনার তাকে অভিশাপ দেও। কি নির্ভুল তার উচ্চারণ।
মৃত্যু:-
****
১৫৬৬ খ্রিষ্টাব্দের জুলাই মাসে নস্ট্রাডামসের মৃত্যু হয়। নিজের মৃত্যুর পুরো ঘটনা তিনি লিখে গেছেন। নস্ট্রাডামস লিখেছেন ,
"বেঞ্চে থাকবো শুয়ে শেষদিন
বিছানায় নয়
পরনে থাকবে নীল আলখাল্লা ,পাদ্রি এসে পৌছাবে দেরীতে
রাত্রে নামবে বৃষ্টি ।"
নস্ট্রাডামসের ভবিষ্যদ্বাণী গুলো এখনও মানুষের মনে রহস্যের সৃষ্টি করে ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৯