তুমি হয়তো দেখে চমকে উঠবে,
কারণ তাতে কোন সুবাস থাকবে না!
আজ তোমায় একটা গল্প বলব!
শুনে হয়তো তুমি কষ্ট পাবে,
কারণ এটা একটা স্বপ্নভাঙ্গার গল্প!
আজ তোমায় একটা গান শোনাব!
তুমি হয়তো তাতে আনন্দ পাবে না,
কারণ গানটি সম্পূর্ণ সুর ও আবেগহীন!
আজ তোমায় একটা সত্যি কথা বলব!
তুমি হয়তো বিশ্বাস করতে চাইবে না,
কারণ আমি বলব, "আমি তোমার নই!"
আজ তোমায় একটা তথ্য জানাব!
আমার বাকি সবকিছুই তোমার,
শুধু এই কবিতাটি তোমার জন্যে নয়!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১০