অনেকদিন আগের করা চাঁদের কিছু ছবি নিয়ে আজকের ব্লগ। ক্যামেরা যথারীতি আগের ছয়বার শট। জানালা দিয়ে তোলা ভালো ভাবে না আসলেও চাঁদের আলোর কিছু ভিন্ন ভিন্ন শট আছে। সেই দিন কেমন জানি নস্টালজিক হয়ে ছিলাম । ভাবের সাথে তোলা হইছে এইগুলা
শুধু শেষের ছবিটা এসএলআর দিয়া তোলা। তো দেখা শুরু করেন।
১ ।
২ ।
৩ ।
৪ ।
৫ ।
৬ ।
৭ ।
৮ ।
৯ ।
১০ ।
খোলা আকাশে পূর্ণ চাঁদ দেখতে ভালো লাগে , নিজেকেও মনে হয় পূর্ণ। আমার ছয় মাস বয়সী ব্লগটা অনেক গুনী ব্লগারের কমেন্ট , উৎসাহ পেয়ে আজ পরিপূর্ণ । আর স্রোতে ভাসিয়ে আমিও আজ এই ছবি ব্লগটাকে উৎসর্গ করছি।
জিসান শা ইকরাম ( আমার ব্লগে প্রথম কমেন্টকারী !! , তার এই গুনটা নতুন হিসাবে অনেক ব্লগারকে কতটা অনুপ্রাণিত করে তা শুধু ঐ ব্লগারই জানে ) , আর.এইচ.সুমন ( ছবি ব্লগ শুরু করার পর নিয়মিত প্রয়োজনীয় টিপস্ প্রদানকারী , যার খোঁজ প্রথম দেয় ব্লগার রিয়েল ডেমন ), বিক্রমপুইরা দেশী পোলা রিয়েল ডেমন ( যে কিনা ফেবুতে প্রথম সামু ফ্রেন্ড ) আর ছোট ভাই শশী হিমু ( যারে চিনি আজ অনেক দিন , কতদিন ভুইলা গেছি ) ছাইরাছ হেলাল ( ছবি ব্লগ শু করার পর থেকেই উৎসাহ দিয়ে গেছেন )
আরো অনেক সহব্লগার যারা নিয়মিত কমেন্ট করে উৎসাহ দিয়েছেন তাদের নামও আসবে সামনে আশা করি যদি ভালো কিছু পোস্ট করতে পারি।
মেঘের দেশে
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৯