একটা এসএলআর কেনার ইচ্ছা ছিলো অনেকদিনের। সেইদিন মাথা খারাপ করে হুট করে কিন্না ফেললাম একটা Nikon D90 সাথে 18-105mm লেন্স সহ। তারপর থেকেই কি কারনে লন্ডনের মন খারাপ হয়ে গেলো । সারাদিন শুধু কান্দে ।
এমনিতেই ফটোগ্রাফিতে মূর্খ তার উপর এসএলআর !!!!! এখনও অনেক দূর পারি দিতে হবে। চেষ্টা করছি কিছু শিখতে। সেইদিন সুযোগ পেলাম কিছু কাজ করার । তাই নিয়াই আজকের ব্লগ। ছবি গুলাতে আমার মতো করে একটা ব্যাখ্যা দাড় করানোর অপচেষ্টা করেছি। কারো ভালো লাগলে ভালো আর নাহলে অন্য কোনো ব্যাখ্যা পাইলে আওয়াজ দিয়েন ।
১ । ছবিটা যখন তুলি তখন এই মেয়েটা উদাস নয়নে অনেকক্ষন পানির দিকে তাকিয়ে ছিলো আর গাছের গুড়িটাও পোড়ানো ছিলো।
অপব্যাখ্যা : পোড়া মন নিয়ে মেয়েটি দূরে দাড়িয়ে জলের অপেক্ষায় , যদি নিভে মনের আগুন।
২ । এই ছবিটা তোলার সময় গাছের নিচে শুধু এই জায়গাটায় সূর্যের আলো ছিলো।
অপব্যাখ্যা : বৃদ্ধ ক্ষতবিক্ষত শরীরে একটু উষ্ণতার আশায় ।
৩ । এই ছবিটার গাছটা একপাশ মরা আরেকপাশ তাজা মাঝখানে এই বীজটা ছিল।
অপচেষ্টা : মাইনকার চিপায় ঝুলে থাকা যদি বাঁচি !!!!
নিচের চারটা ছবির কোনো ব্যাখ্যা নাই মনে করেন হুদাই তোলা।
৪ ।
৫ ।
৬ ।
৭ ।
৮ । লাল সবুজের এই ছবিটা আমাদের গর্ব আমাদের পতাকার মতো।
ব্যাখ্যা : অনেক ঝড় ঝাপটা পাড়ি দিয়ে , অনেক নষ্ট অতীতকে ঝাপসা করে পিছনে ঠেলে দিয়ে আজও ঠায় দাড়িয়ে নিজের মর্যাদায়।
মেঘের দেশে
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:০৮