যারা লেখায় অশ্লীলতার চর্চা করে মাতৃভাষাকে কলংকিত করছে তাদের মন্তব্য করা কিংবা পোষ্ট করার সুযোগ কেড়ে নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব।
মন্তব্য করার সুযোগ ক্যান্সেল করার আগে ব্লগারকে আগেই নোটিশ দেয়া উচিৎ। ব্লগারের অন্যায় যাই হোক না কেন।
পোষ্ট বাতিল করার আগেও জানানো উচিৎ তার দ্বারা কি রকম অন্যায় হচ্ছে যে তার পোষ্ট বাতিল হতে পারে।
আজ দেখলাম শেখ মুজিব নামক ব্লগারের মন্তব্য করার অধিকার কেডে নেওয়া হয়েছে? তার অপরাধ কি আমি জানি না, কিন্তু তাকে কি আগে নোটিশ দেওয়া হয়েছে?
ব্লগার এবং ভিজিটর,
আপনারা কি মনে করেন যারা অশ্লীল কাউবয় টাইপের ভাষা ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩