একটি মানব শিশুর জম্ম তাকে এক মহা সংগ্রামের মুখোমুখি দাঁড় করায়।এই সংগ্রাম সকল প্রতিকূলতা- প্রতিবন্ধকতা আর দু:খ যন্ত্রণা হতাশার বিরুদ্ধে।
জীবনে বাধা থাকবেই । কিন্তু যে এগিয়ে যাবার সে এগিয়ে যাবে। সে বলবে না - এত বাধা কেন, কেন এত সংগ্রাম?
আর যে বিলাসী অলস হীনমন্য সে পড়ে থাকবে। প্রতিবন্ধকতা তাকে আটকে দেবে। জীবন সমুদ্রের তরঙ্গ তাকে ডুবিয়ে দিবে।
যে এগিয়ে যায় সে ঐ তরঙ্গের উপর দিয়েই এগিয়ে যায়। তরঙ্গ তাকে আরো সামনে এগিয়ে দেয়।
কর্ম, গতি, আদর্শ এবং সৃষ্টিশীলতা সভ্যতা-সমৃদ্ধির দিকে ধাবিত করে।
.. জম্ম সৃষ্টির লক্ষ্যে...।
সৃজনশীলতা, সততা, মানবতাবোধ, ত্যাগ কর্মস্পৃহা এবং অবিরাম সাধনা আমাদের নতুন সভ্যতাকে গঠন করবে। গড়ে তুলবে এক নতুন পৃথিবী।নতুন পৃথিবীর জন্যে আমাদের নিরবিচ্ছন্ন সংগ্রাম- যুদ্ধহীন, ক্ষুধা হীন পৃথিবীর জন্যে। মানবজাতির সম্মিলিত অগ্রযাত্রার জন্যে।
---------------------এই হোক নতুন প্রজম্মের তরুনদের লক্ষ্য।
I belive, one for all and all for one
আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনাই কেহ অবনী পরে।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৮