আমার শৈশব জীবনের স্মৃতি আজ কঠিন ভাবে নাড়া দিয়েছে
গ্রামে কাটানু শৈশবের কিছু অসাধারণ অনুভূতি তুলে ধরলাম :
সেই হারানো ধূলোমাখা দিন, বুকের ভিতর আজো রঙ্গীন,
পথের ধারে ডুমুর গাছে টুনটুনি পাখির বাসা খুজে বেড়ানো ,
পাড়ার ছেলেদের বেয়ারিং গাড়িতে ছড়ে বেড়ানো ,
বিকেল বেলা ঘুড়ি ওড়ানো,
কানামাছি খেলা,লুকচুরি খেলা,
নৌকা করে খালে বিলে ঘুরে বেড়ানো । কখনও কচুরি পেনার ফাকে ফাকে। কখনও কখনও কাশের ঘন বনে ঘুরে বেড়ানো । সে যে কি এক রোমান্চকর অনুভূতি ।
দুই চাকার সাইকেলে চড়ে বাড়ির উঠানে বিশ্ব জয়।
শৈশবে বন্ধুদের সাথে মারামারি আবার মিলেমিশে খেলাধুলা ,
গাছের ডাল ধরে দোল খাওয়া ।
কাছাকাছি দুইটা গাছে দড়ি বেধে পিড়ি দিয়ে দোলনা ছড়া ,
দোলদোল দুলুনি , রাংগা মাথার চিরুনি । এনে দেব হাট.......।
মাটিতে ডিগবাজী ।
শৈশবে বন্ধুরা সবাই মিলে পুকুরে ঝাপ দেয়া,
বন্ধুদের নিয়ে ঘুরতে ঘুরতে পথের মাঝে গাছে উঠা,,
ধানখেতের পাশ দিয়ে নাগাল না পাওয়া সাইকেল চালানোর মজা,
ছোটো সাইকেল ১ঘন্টার জন্য ভাড়া নিয়ে ৩ঘন্টা পর সাইকেল মালিকের বড়ির উঠানে রেখে আসা ,
সবাই গোল হয়ে বসে মারভেল খেলা,
বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা,,
বৃষ্টির দিনে একগাদা কদম ফুল তুলে আনা ,,
(এই সব কিছুকে আজ আমি ভিষন miss করতেছি)
,,,,,ছবি Google থেকে সংগ্রহ করা,,,,,
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫