আমি এক গরীব প্রেমিক নীলা,
আমার তোমাকে কিচ্ছু দেবার নেই।
একটা জ্যোস্না ভরা রাতে,
কবিতার আসর ছাড়া আর কিছুই দেবার নেই।
ভালোবাসা ছাড়া আর সবকিছুতেই আমি বড্ড বেশি গরীব।
আমার ভাঙ্গা ঘরে,
ঝমঝমিয়ে বৃষ্টি নামলে,
আমি শুধু বুক পেতে আগলে রাখতে জানি তোমাকে।
তোমার শরীরে উষ্ণতা বেড়ে গেলে,
আমি ডুবে যাই জ্বরে।
আমি বড্ড বেশি গরীব নীলা।
ভালোবাসা ছাড়া,
আমার আর কিইবা দেয়ার আছে বলো।
আমাদের প্রতি বর্ষায়,
মুঠোভরা কদম ছাড়া আমি কিছুই পারি না দিতে।
তবুও বলছি নীলা,
ভালোবাসি তোমাকে।
তোমাকে ভালোবাসবার মাপকাঠিতে,
আমিই এ জগতের সবচেয়ে ধনী!
আমার দেয়া কদমের প্রতি পাপড়ি জুড়ে,
আমার ক্লান্তি নিয়ে ফেরা শার্টের ঘ্রাণ জুড়ে,
আমি শুধু তোমাকেই ভালোবাসি।