ভালোবাসার মাপকাঠি
আমি এক গরীব প্রেমিক নীলা,
আমার তোমাকে কিচ্ছু দেবার নেই।
একটা জ্যোস্না ভরা রাতে,
কবিতার আসর ছাড়া আর কিছুই দেবার নেই।
ভালোবাসা ছাড়া আর সবকিছুতেই আমি বড্ড বেশি গরীব।
আমার ভাঙ্গা ঘরে,
ঝমঝমিয়ে বৃষ্টি নামলে,
আমি শুধু বুক পেতে আগলে রাখতে জানি তোমাকে।
তোমার শরীরে উষ্ণতা বেড়ে গেলে,
আমি ডুবে যাই জ্বরে।
আমি বড্ড বেশি গরীব নীলা।
ভালোবাসা ছাড়া,
আমার আর... বাকিটুকু পড়ুন