somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

আমার পরিসংখ্যান

মুহ্‌তাসিম তকী
quote icon
আমি ক্লান্ত প্রাণ এক!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভালোবাসার মাপকাঠি

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ০৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৫

আমি এক গরীব প্রেমিক নীলা,
আমার তোমাকে কিচ্ছু দেবার নেই।
একটা জ্যোস্না ভরা রাতে,
কবিতার আসর ছাড়া আর কিছুই দেবার নেই।
ভালোবাসা ছাড়া আর সবকিছুতেই আমি বড্ড বেশি গরীব।
আমার ভাঙ্গা ঘরে,
ঝমঝমিয়ে বৃষ্টি নামলে,
আমি শুধু বুক পেতে আগলে রাখতে জানি তোমাকে।
তোমার শরীরে উষ্ণতা বেড়ে গেলে,
আমি ডুবে যাই জ্বরে।
আমি বড্ড বেশি গরীব নীলা।
ভালোবাসা ছাড়া,
আমার আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫২ বার পঠিত     like!

আমাকে ভোলা যাবে না

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২



আমাকে চাইলেই ভুলে যাওয়া যাবে না নীলা,
চাইলেই ছুঁড়ে ফেলতে পারবে না আমাকে।
আমি তোমার শ্যামল বর্ণের মায়া।
মায়াবী কাঁজল রেখায় আঁকা ভালোবাসা।
আমাকে চাইলেই ভুলতে পারবে না তুমি।
সমস্ত কবিতায়,সমস্ত স্মৃতি পঞ্জিকা জুড়ে,
আমি ফিরে আসবো বারবার।
আমি ফিরে আসবো তোমার চেনা পথ জুড়ে,
তোমার একাকী বিকেলের মন খারাপে,
কিংবা মন খারাপের একটা রাত জুড়ে
হুট করে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫১৯ বার পঠিত     like!

শুধু তোমাকেই

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫


আমি জীবনানন্দের প্রতি কবিতায় তোমাকে দেখেছি।
তোমাকে দেখেছি সুনীলের বরুণায়।
তোমার প্রেমে পড়েছি রোমিওর জুলিয়েটে,
আবার রবীন্দ্রনাথের হৈমন্তীতে।
কোন ইতিহাস জয়ী নায়িকার মতো তোমার হরিনী চোখ জুড়ে আমি ডুবে গেছি।
স্বপ্ন এঁকেছি মায়াবী জমিনে।
আমি তোমাতেই মুগ্ধ হয়েছি ।
তোমাতে মুগ্ধ হয়েছি হিমুর রূপায়,
জীবনান্দের বনলতায়।
আমি তোমাতেই মুগ্ধ হয়েছি বারবার!
তোমার পথ জুড়েই চেয়েছি
আমার অপেক্ষমান সমস্ত প্রহর।
আমি প্রতিবার... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪৩৬ বার পঠিত     like!

মায়াবী জমিন

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ০৯ ই জুন, ২০১৮ রাত ১:০৪


একদিন নিস্তব্ধতা ভেদ করে
চলে আসবো প্রিয় প্রান্তরে।
প্রিয় কবিতায় জানিয়ে দেবো ভালোবাসি।
তোমার নিঃসঙ্গ বিকেল
ভরিয়ে দেবো চা আলাপনে।
একদিন জ্যোৎস্না রাত জুড়ে,
কবিতার আসর সাজাবো।
তোমার এলো চুলের ঘ্রাণে
বইয়ে দেবো সুখের স্নিগ্ধ বাতাস।
আমি একদিন ঠিক চলে আসবো।

প্রিয় রাজপথ জুড়ে হেঁটে যাব একসাথে।
কোন মায়াবী নদীজুড়ে,
তোমার নৌকার মাঝি হবো আমি।

একদিন সমস্ত শূন্যতা ভরিয়ে দেবো ভালোবাসায়।
তোমার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     like!

তুমি ডাক পাঠালে

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪


কখনো মাঝ রাতে ঘুম ভেংগে যায়,
এক পুরাতন হারমনিকায় বেজে ওঠে ভাঙ্গা সুর।
দূরত্বের বেড়াজাল ছিঁড়ে,
আমি বিদ্রোহী হই!
এক ছুটে চলে আসি,
আমার একান্ত ভালোবাসার শহরে।
এই শহরেই তুমি আছো।
এর সমস্ত অস্তিত্বই তো তুমি!
আর আমি মিশে আছি তোমার অস্তিত্বে।
ওসব দূরত্ব আমি থোড়াই কেয়ার করি নীলা।
তুমি একবার ডাক পাঠালে,
সমস্ত ব্যবধান ভেঙ্গে আমি ছুটে আসবো।
আমি বার বার... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     like!

তোমাকেই লিখে যেতে চাই

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ১৬ ই মে, ২০১৮ রাত ১:৫৫


নীলা,
তোমার চোখে চেয়ে কবিতা লেখার দিন আমি আর হারাতে চাই না।
যে নীল চোখে ডুবে গেছি বার বার,
সে চোখের অতল নীলেই হোক শেষ সমাধি আমার।
হ্যাঁ আমি তোমার অদ্ভুত ওই নীল চোখ জোড়াতেই ডুবে থাকতে চাই,
ডুবে থাকতে চাই আমৃত্যু।
আমি তোমাকেই লিখে যেতে চাই বার বার।
তোমার কাঁজল চোখ,
কেশপল্লব এভাবেই হয়ে থাক আমার কবিতার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩১৪ বার পঠিত     like!

তুই ভালোবাসলেই

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ১৫ ই মে, ২০১৮ রাত ৩:৪৪


পাগলী আমার সন্ধ্যা ঘরে সুখ প্রদীপ হয়ে থেকে যা তুই।
থেকে যা আমার পুরো অস্তিত্ব জুড়ে।
তোর জন্য এক আসমান নীল এনে সাজাবো সুখ কুটির।
লাল,নীল বেলুনে ভরিয়ে দেবো তোর ছোট্ট শোবার ঘর।
পাগলী,
আমার বুকের বাম পাশটায় ঘর বেঁধে নে তুই।
তুই ভালোবাসলেই,
আকাশ জুড়ে সুখ পায়রা ওড়াবো।
তুই ভালোবাসলেই,
সাত রঙ্গা বেলুনে ভেসে যাব দুজনে!
পাগলী আমার খুব... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!

শহুরে বৃষ্টি

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ১১ ই মে, ২০১৮ রাত ৯:২২


একসময় বৃষ্টি হলেই লিখতে বসে যেতাম,
প্রিয় ডায়রিতে তোমায় আঁকতাম বর্ণমালায়।
তোমার কাজল চোখের রঙে,
লিখে ফেলতাম ভালোবাসি!

এই ভয়ানক দূরত্বের শহরে,
বৃষ্টির প্রতিটি ফোঁটাই যেন আলাদা!
বৃষ্টি হলেই রাত জুড়ে উষ্ণতা বেড়ে যায়।
তোমায় ছুঁতে ইচ্ছে হয় খুব!
জ্বরের আবেশে মন ফিরে যায় প্রিয় শহরে।
আজকাল বৃষ্টিতে আমার আর কবিতা আসে না।

এই শহুরে বৃষ্টির প্রতি ফোঁটা,
আমার অপেক্ষার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮২৪ বার পঠিত     like!

পাশে থেকো

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ০৯ ই মে, ২০১৮ রাত ৮:৪৬


প্রিয় নীলা,
তুমি এভাবেই পাশে থেকে যাও।
এভাবেই মিশে যাও আমার অস্তিত্বে।
তোমার চোখের সরল মায়ায় ডুবে গেছি আমি।
আমি ডুবে গেছি সরল চাহনিতে।
আর কিচ্ছু চাই না আমার!
শুধু তুমি থেকে যাও
আমার প্রতিমুহূর্ত জুড়ে।
তুমি থেকে যাও
সমস্ত পাগলামীতে।
একটা ঝড়ের তার জুড়ে ভালোবাসা হয়ে যাও তুমি।

তুমি আছো বলে,বুনে যাই কবিতা।
মনের ক্যানভাস জুড়ে এঁকে যাই সুখ-স্বপ্ন।
আর লিখে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৫৪ বার পঠিত     like!

মৃত্যু সংবাদ

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯


জানি ভালোবাসো না,
কিন্তু হঠাৎ আজ আমার মৃত্যু সংবাদ শুনে,
তোমার বিকেলটা অন্যরকম যাবে!
প্রতিদিনের অভ্যাসে ছাদে ওঠা হবে না আজ।
জানি তোমার সমস্ত অনুভূতি থেকে মুছে গেছি নিঃশব্দে।
তবু তরঙ্গে ভেসে আসা এক মৃত্যু সংবাদে তুমি উদাসী হবে।
তোমার পড়ার বই অবহেলায় পরে থাকবে পুরো বিকেল।
হঠাৎ করেই মনে পরে যাবে,
তোমায় ভালোবেসে পাতার পর পাতা লিখে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৬৪ বার পঠিত     like!

তুমি ভালো নেই

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯


তোমার চোখে মন খারাপ দেখে,
আমি তাকাতে পারি না।

তোমায় একটু দেখবো বলে ছুটে এসেছি নীলা,
আমি সমস্তবাঁধা ভেঙ্গে ছুটে এসেছি প্রিয় শহরে।
না,রিক্সার বাম পাশটা খালিই থেকে গেছে।
শুধু তোমার চলার পথ ধরে,
ছুটে গেছি অবিরাম।
আমায় দূর থেকে দেখে দেয়া তোমার হাসিটা অনেক কিছুই বলে দেয়।
তুমি মুখ জুড়ে হেসেছো,
কিন্তু ওই সুন্দর চোখ জোড়া লুকাবে কোথায়... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

কবিতাময় বিকেল

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮


প্রিয় নীলা,
আজকাল এই ব্যস্ত দিনে,
আমার আর কিচ্ছু ভালো লাগে না।
বিকেল গুলো কবিতাময় হয় না বহুদিন।
আজকাল বিকেল হলে,
ক্লান্ত বেশে ঘরে ফিরি।
আমি ঘরে ফিরি ভয়ানক ব্যস্ততার শহর মাড়িয়ে।
যে শহরে তোমার কোন গন্ধ নেই।
সেই শহরে,
আমার আর কিচ্ছু ভালো লাগে না।
এক বৃষ্টি ভেজা রাতে বাড়ি ফিরতে ফিরতে,
নিজেকে একলা লাগে ভীষণ।
আমি অপেক্ষায় থাকি এক... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৪৮০ বার পঠিত     like!

দায়িত্ব

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪


প্রিয় নীলা,
তোমায় বউয়ের সাজে দেখবো বলে,
লাইট,ক্যামেরা,এ্যাকশন ছেড়ে,
আমি হোম ওয়ার্কের খাতায় স্বপ্ন বুনে যাই।
আমার একলা একাকীত্বময় জীবনের
প্রতিটা ফ্রেমই বদলে দিয়েছো তুমি।
সাজিয়ে দিয়েছো গভীর মমতায়।
আজকাল তোমার চোখে তাকালেই
আমি ভুলে যাই সব।
আমার ছন্নছাড়া জীবন,
নিমেষেই বদলে যেতে চায় তোমায় ভেবে।
তোমার ঘন কালো চুলের মায়া,
মায়াবী চোখের চাহনি,
আমায় প্রতিনিয়ত জড়িয়ে নেয় ভালোবাসার এক পবিত্র বন্ধনে।
আমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

সংসার কাব্য

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১


নীলা,
তুমি মায়াবী হাতে সজিয়ে যাও আমাদের সংসার।
তোমার কপালে নীল টিপ পরিয়ে
আমি বুনে দেবো ভালোবাসা।
তোমার চোখে চোখ রাখতে পারলেই আমি খুশি!
তোমার আমার টোনাটুনির সংসারে,
আমার সমস্ত পরিশ্রমের টাকায়,
মাসের বাজারটা করে দিতে পারলেই,
এ জগতে আমার চেয়ে সুখী আর একজনও হবে না।
নীলা,
তুমি!শুধু তুমি আপন পরশে
সংসার সাজাও আমার।
বাজারের ফর্দে ভুল করলে,
খুব করে বকে দাও।
আমার আর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     like!

তোমাকেই খুঁজে গেছি

লিখেছেন মুহ্‌তাসিম তকী, ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:৫৮


আমি তোমাকেই খুঁজেছি।
স্থবিরতার এই শহরে,
ক্লান্তি আর মনের অগোচরে আমি তোমাকেই খুঁজেছি।
তোমাকেই ভালোবেসেছি।
তোমার আড়ষ্ট ঠোঁটে ঠোঁট রাখবো বলে,
তোমার কাজল চোখে চোখ রাখবো বলে,
আমি ফিরে যেতে চাই বারবার।
নীলা,
এই স্থবির শহর আমায় বাড়ি ফিরতে দেয় না।
এই শহরের প্রতি ক্লান্তিক্ষণে,
আমি শুধু তোমাকেই খুঁজে গেছি।
শুধু তোমাকেই ভালোবেসেছি।আমি তোমাকেই খুঁজেছি।
স্থবিরতার এই শহরে,
ক্লান্তি আর মনের অগোচরে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১৮৫৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ