আমি জীবনানন্দের প্রতি কবিতায় তোমাকে দেখেছি।
তোমাকে দেখেছি সুনীলের বরুণায়।
তোমার প্রেমে পড়েছি রোমিওর জুলিয়েটে,
আবার রবীন্দ্রনাথের হৈমন্তীতে।
কোন ইতিহাস জয়ী নায়িকার মতো তোমার হরিনী চোখ জুড়ে আমি ডুবে গেছি।
স্বপ্ন এঁকেছি মায়াবী জমিনে।
আমি তোমাতেই মুগ্ধ হয়েছি ।
তোমাতে মুগ্ধ হয়েছি হিমুর রূপায়,
জীবনান্দের বনলতায়।
আমি তোমাতেই মুগ্ধ হয়েছি বারবার!
তোমার পথ জুড়েই চেয়েছি
আমার অপেক্ষমান সমস্ত প্রহর।
আমি প্রতিবার তোমারই প্রেমে পড়েছি।
তোমার প্রেমে পড়েছি-
প্রিয় কবি রাকিবুল হায়দারের নীলু কিংবা নীরায়।
তোমাকে ভালোবেসেছি,
বলিষ্ঠ কবি সোয়েব মাহমুদের সমস্ত প্রেমময় রচনায়।
বিরহের সমস্ত কবিতা বা উপন্যাসে,
আমি শিউরে উঠেছি,তোমাকে হারানোর ভয়ে।
আমার সমস্ত অনুভব জুড়ে তোমাকেই ভেবে নিয়েছি।
তোমাকে ভেবে নিয়েছি,
প্রিয় অর্ণব হাসনাত ও প্রীতম ভাইয়ের আবেগী রচনায়।
আমি তোমার চোখেই চোখ রেখেছি,
তোমাকেই ছুঁয়ে দিয়েছি,
আমার ছন্দহীন কাব্য সাধনায়।
জগতের সমস্ত জিতে যাওয়া প্রেম কাহিনীর মাঝে আমি বারবার দেখে নিয়েছি,
আমাদের একান্ত প্রেমময় সত্তা।
প্রিয় নীলা,
আমি তোমাকেই দেখে নিয়েছি,
তোমাকেই ভেবে নিয়েছি,
শুধু তোমার প্রেমেই পড়েছি,
আমি তোমাকেই ভালোবেসেছি,
আমার সমস্ত সত্তায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫