কখনো মাঝ রাতে ঘুম ভেংগে যায়,
এক পুরাতন হারমনিকায় বেজে ওঠে ভাঙ্গা সুর।
দূরত্বের বেড়াজাল ছিঁড়ে,
আমি বিদ্রোহী হই!
এক ছুটে চলে আসি,
আমার একান্ত ভালোবাসার শহরে।
এই শহরেই তুমি আছো।
এর সমস্ত অস্তিত্বই তো তুমি!
আর আমি মিশে আছি তোমার অস্তিত্বে।
ওসব দূরত্ব আমি থোড়াই কেয়ার করি নীলা।
তুমি একবার ডাক পাঠালে,
সমস্ত ব্যবধান ভেঙ্গে আমি ছুটে আসবো।
আমি বার বার ছুটে আসবো!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৮ রাত ১:৫৩