IDMB এর লিঙ্ক দেখুন। ৭,৭ রেটিং পাওয়া মুভি এটি। খারাপ হয় কি করে?


সংক্ষিপ্ত বিবরণঃ হ্যারি আর স্যালি দুইজনের পরিচয় হয় তাদের এক মেয়ে বান্ধবির মাধ্যমে। তারা একসাথে নিউ-ইয়র্কে লংড্রাইভে যায়, সেখানে স্যালি হ্যারিকে লিফট দেয়। হ্যারি খুব চটপটে আর স্যালি একটু সহজসরল।
নিউ-ইয়র্কে ওরা জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। কয়েক বছর পর তাদের আবার দেখা হয়। এই সময়ের মধ্যে হ্যারি'র স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, স্যালি'রো ডিভোর্স হয়। দুইজনই একাকীত্বে ভুগে, ফলে তাদের মধ্যে ভালো একটি বন্ধুত্ব হয়।
কিন্তু তাদের মাঝে ভঁয় থাকে যে সেক্সের কারণে তাদের বন্ধুত্ব নষ্ট না হয়ে যায়। ভয়টা এইরকম - "Can a man and a woman be friends, without sex getting in the way?
মুভিটির গল্প এগিয়ে যায় দুইজনের ভালবাসা খোজার প্রবল চেষ্টা আর ব্যার্থতা দিয়ে। এরপর নানারকম ঘটনার মাধ্যমে মুভিটি সমাপ্ত হয়।
মুভিটি দেখার ইছে হলে ডাউনলোড করতে পারেন এইখানে...
১। ডাইরেক্ট ডাউনলোড লিংক
২। টরেন্ট ডাউনলোড
(বিঃদ্রঃ টরেন্ট ডাউনলোড করার জন্য এই BitTorrent সফটওয়্যার ইন্সটল করা লাগবে)
মুভি দেখুন আর আনন্দ উপভোগ করুন। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
এই লেখাটি আমার ব্যাক্তিগত ব্লগ হতে নেয়া, সময় থাকলে আমার ব্লগে ঘুরে আসুন, সবাইকে অনেক ধন্যবাদ।

১. ০৪ ঠা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৭ ০
আপনার বাপ্পী নামটা জানা ছিল না ।
টরেন্ট ডাউনলোড করুন কোন সফটওয়্যার ছাড়াই