খারাপ শব্দগুলোকে জানুন!
=============================================
Malevolent: ল্যাটিন male (from malus) আর ল্যাটিন volent(wishing) এই দুইয়ের সমন্বয়ে এই শব্দের সৃষ্টি। তার মানে দাড়াঁলঃ খারাপ wish করা, অর্থাৎ ঈর্ষাপরায়ণ, পরশ্রীকাতর, অমঙ্গলকামনাকারী। যেমনঃ Somewhereinblog does not allow people with malevolent attitudes to become a member!

ডাইনী Maleficient!
Maleficent: যারা ওয়াল্ট ডিজনি'র "স্লিপিং বিউটি " মুভিটি দেখেছেন, তারা অবশ্যই বুঝতে পেরেছেন এর অর্থ কি। আর যাদের দেখা হয়নি - তাদের জন্য বলছি,স্লিপিং বিউটি'র প্রধান বিরোধী চরিত্রের নাম Maleficient! এটি একটি ডাইনী চরিত্র। রাজকন্যা অরোরা'র ব্যাপ্টিজম অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায়, ডাইনী অরোরাকে অভিশাপ দেয়। গুজব শোনা যাচ্ছে যে, ডিজনী স্লিপিং বিউটি মুভিটি নতুন রূপে তৈরি করতে চাচ্ছে -যাতে Maleficent চরিত্রে অভিনয় করতে পারে অ্যাঞ্জেলিনা জোলি! ল্যাটিন malus আর ল্যাটিন fic(to do/make) এবং -ent (adjectvite suffix) এর সমন্বয়ে এই শব্দের সৃষ্টি। তাহলে এর অর্থ হচ্ছেঃ evil doer অর্থাৎ ক্ষতিকারক। Maleficent এবং Malign(adj.) সমার্থক শব্দ।
Malefactor: ল্যাটিন malus আর ল্যাটিন facere (to do/make) এবং -tor (noun suffix) এর সমন্বয়ে এই শব্দের সৃষ্টি। তাহলে এর অর্থ হচ্ছেঃ An evil doer অর্থাৎ অপরাধী, কুকর্মকারী। যেমনঃ He is a well-known criminal lawyer who had saved a many malefactor from going to jail. (এই ধরণের Lawyer দের সমাজচ্যুত করা উচিত)
Malediction: ল্যাটিন malus আর ল্যাটিন dictum (to say/tell) এবং -tion (noun suffix) এর সমন্বয়ে এই শব্দের সৃষ্টি। তাহলে এর অর্থ হচ্ছেঃ to say evil things অর্থাৎ অভিশাপ-প্রদান!যেমনঃ A malediction was pronounced by the dervish against the village and ever since there has been no fresh water there.

দ্য রাইভালস নাটকের একটি দৃশ্য
Malapropism: রিচার্ড ব্রিন্সলে শেরিডান রচিত "দ্য রাইভালস "(১৭৭৫) নাটকের একটি হাস্যরসউদ্দীপক চরিত্রের নাম মিসেস Malaprop, যিনি কিনা হাস্যকর ভাবে বাক্যে ভুল শব্দের ব্যবহার করতেন। যেমনঃ "Contagious(সংক্রামক) countries" আসলে হওয়া উচিত ছিল Contiguous (পাশাপাশি)!" A supercilious knowledge in accounts" আসলে হওয়া উচিত ছিল superficial! তার নাম থেকেই এসেছে এই শব্দটি (যদিও অন্য একটা ব্যাখ্যাও আছে)। তাহলে এর মানে দাড়াঁলঃ প্রায় সমধ্বনি কিন্তু ভিন্ন অর্থবহ শব্দের ব্যবহার জনিত বিভ্রাট!
Malignant: এই শব্দটি গত পর্বে আলোচিত Malaign এর একটি adjective form, এর অর্থঃ ক্ষতিকর!
আরো কিছু শব্দঃ Maladroit (adroit অর্থ নিপুণ বা দক্ষ), Malicious, Malice,
Malady. এছাড়াও তো malpractice,malfunction, maladjusted, malnutrition এই শব্দগুলো রয়েছেই!
Disclaimer: অনেক নারী ব্লগার ভাবতে পারেন, male (পুরুষ), শব্দটিও malus থেকে এসেছে


আরো জানতেঃ
১. All About Words Blog
2. All About Words Site
ছবিঃ উইকিপিডিয়া থেকে নেওয়া। (cc)