না, ভয় পাবার কারণ নেই। কোনো vulgar/slang শব্দ নিয়ে কথা হবেনা। কথা হবে সেই শব্দগুলোকে নিয়ে,যাদের অর্থ খারাপ (evil) অবস্থা বুঝায়। আর এই জাতিয় বেশিরভাগ শব্দই এসেছে ল্যাটিন malus থেকে, যার অর্থ bad or evil.
_____________________________________________
Malign: ল্যাটিন malus আর ল্যাটিন genus(kind,type) এই দুইয়ের সমন্বয়ে এই শব্দের সৃষ্টি। অর্থাৎ এর অর্থ দাড়াঁলঃ খারাপ অবস্থা। Malign এর অর্থ ক্ষতিকর কিছু। যেমনঃ A malign tumor! আবার যখন verb হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ দাড়াঁয় কারো সম্পর্কে খারাপ কিছু বলা অর্থাৎ কুৎসা রটানো! যেমনঃ She malaigns her sister everywhere!
Malaise: ফ্রেঞ্চ ভাষা হলো Romance ভাষা, অর্থাৎ এর উৎপত্তি রোমান বা ল্যাটিন থেকে! ল্যাটিন malus ফ্রেঞ্চ ভাষায় এসে হয়েছে mala/mal. সেই mala আর aise শব্দ দুইটি যুক্ত হয়ে তৈরি হয়েছে malaise. Aise অর্থ বোঝা যাচ্ছেনা? দেখুন তো চিনতে পারেন কিনা? Dis+aise >Dis + ease> Disease. হ্যাঁ, aise অর্থ ease ।তাহলে Malise এর মানে দাড়াঁলঃ bad ease বা, unease. ঠিক তাই malaise অর্থ অসুস্থতা!
অনেক প্যাঁচাল হয়েছে, এবার একটা ছবি দেখি, ছবি দেখেই যা বোঝার বুঝতে পারবেন।
ছবিতে শব্দের বর্ণনাঃ malinger. (Copyright © 2010, K. M. Tanvir Ahmmed.)
তাহলে Malinger অর্থ দাড়াঁলঃ কর্তব্য এড়ানোর জন্য, অসুস্থতার ভান করা! ছোটবেলায় স্কুল অথবা পড়া ফাঁকি দেবার জন্য সবাই মনে হয় Malinger এর আশ্রয় নিয়েছিলাম!এক্ষেত্রে mal অর্থঃ wrongly. আর haingre অর্থঃ weak.

ম্যালেরিয়া'র বাহক অ্যানোফিলেস মশা।
Malaria: শেষ করছি ভুল একটা ধারণাকে তুলে ধরে! ইতালিয়ান mal + aria (air), এই দুই শব্দযোগে তৈরি হয়েছে malaria. তাহলে এর অর্থতো দাড়াঁয়ঃ খারাপ বাতাস, ঠিকই ধরেছেন। আগে বিশ্বাস করা হতো, জলাভূমি'র খারাপ বাতাস থেকে malaria ছড়ায়! এখন আমরা সবাই জানি, অ্যানোফিলেস নামক মশার মাধ্যমে malaria ছড়ায়। আজকে খারাপ কথা-বার্তা এ পর্যন্তই থাক, ভবিষ্যতে আবার বলা (Malefactor, Malevolent, Malediction etc.)যাবে।
আরো জানতেঃ
১. All About Words Blog
2. All About Words Site
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪