ধরেন অস্ট্রেলিয়ার সাথে আমাদের টেস্ট ম্যাচ সিরিজ হবে । সেখানে কোন সন্দেহ ছাড়াই অজিরা ফেভারিট । এতটুকু মেনে নিতে আপত্তি থাকলে লেখাটি পড়ার দরকার নেই ।
হিসেবের সুবিধায় ধরে নিই অজিদের জেতার অজিদের জেতার সম্ভাব্যতা তিন ভাগের দুই (২/৩) ৷ টেস্ট সিরিজটা যদি পাঁচ ম্যাচের হয় তবে জেতার জন্য একটা দলকে অন্তত তিনটা ম্যাচ জিততে হবে ৷ খেয়াল করুন অন্তত শব্দটা ৷ তাহলে আমাদের হারের সম্ভাব্যতা ৭৯% !
একটা কথা বলে নিই জেতার সম্ভাব্যতা যদি ৬/১০ হয় তবে তিন ম্যাচের সিরিজ হারব এই সম্ভাব্যতা ৬৪%, পাঁচ ম্যাচের সিরিজ হারব এই সম্ভাব্যতা ৬৮% আর সাত ম্যাচের সিরিজ হারব তার সম্ভাব্যতা ৭১% ৷ মানে হল, সিরিজ যত দীর্ঘায়িত হবে আমাদের হারের সম্ভাব্যতা তত বাড়বে ৷
এই জন্যই ছোট দলগুলোর বড় দলগুলোর বিপক্ষে বেশির ভাগ সাফল্য আসে ছোট দৈর্ঘ্যের ম্যাচে ৷ কথাটা হল সময়টা দীর্ঘায়িত হলে এসব 'দুর্ঘটনা' কমানো যায় ৷ এখন বলছি রাশিয়া আর আমেরিকার কথায় ৷ অনেকে ভাবছেন রাশিয়ার পুনরায় সুপারপাওয়ার হবার ব্যাপারটা সময়ের ব্যাপার ৷ না, হবে না এত সহজে ৷ প্রোবাবিলিটি সে কথা বলছে না কারণ এমনকি ক্রিমিয়ার ঘটনাতেও রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যায়নি আমেরিকা বা তার সাথী ন্যাটো ৷ সেটা ছোট ম্যাচ হত ৷ রাশিয়ার প্রোবাবিলিটি অনেক বেড়ে যেত, অন্তত কমে যেত না ৷ এখন ভাবুন রাশিয়ার প্রধান আয়ের উৎস কী অস্ত্র বাদে? অস্ত্র বাদ কারণ সে একই পরিমাণ আয় আমেরিকাও করে (পার্থক্য নগণ্য) তাই সেটা তাদের যুদ্ধে এগিয়ে রাখছে না ৷ গত বছরের অক্টোবরেও ক্রুড ওয়েলের দাম ছিল ব্যারেল প্রতি ৮০ এর উপর ৷ এখন ৪০ থেকে ৫০ এর মধ্যে ঘোরাফেরা করছে ৷তারমানে জ্বালানি তেলের মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমেরিকা ৷ যতদিন তারা এটা কমাবে ততদিন রাশিয়া অন্তত জিতে যেতে পারছে না ৷ অর্থনীতিতে খুবই প্রেশার পড়বে ৷
এখন বললেই তো হলনা আমেরিকা দাম কমাতে পারছে যেখানে তাদের নিজেদের উৎপাদন মূল্যের চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের (৫০-৫২) ৷ এখানেই গেইম থিওরি আসছে ৷ গেইম থিওরিতে সবাই একটা ডমিনেন্ট প্রিজিউমড ঘটনাকে ফলো করতে চায় ৷ যেমনটা শাস্তি হবে না জানলে অপরাধ প্রবণতা বাড়বে ৷ উদাহরণ বাঙালিরা বাইরে গিয়ে আইন অমান্য করে না খুব একটা, নাহলে ফেরত পাঠাবে দেশে এই ভয়ে ৷ এরকম আমেরিকা জিতবে এই ধারণাটাও বেশি মধ্যপ্রাচ্যে ৷ তার উপর সৌদি রাজ পরিবার আমেরিকার বন্ধু ৷ তাদের উৎপাদন খরচ ৪ থেকে ৫ ডলার প্রতি ব্যারেল ৷ তাই তেলের দামও বাড়বে না অতি সত্ত্বর ৷ আর রাশিয়াও এত সহজে জিতছে না ৷ বাই পোলার হবার সম্ভাবনা রাশিয়াকে দিয়ে নাই বললেই চলে ৷
বিদ্র: নেপালের পরিস্থিতিও ব্যাখ্যার দাবি রাখে ৷ সেখানে ভ্যারিয়েবল বেশি এবং আলাদা ৷ সেটা অন্যদিন ৷
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩