জীবনানন্দ দাশের কবিতা আমার অনেক ভালো লাগে। তিনি আমার প্রিয় কবি। প্রিয় এই কবির কবিতা এবং কবি সম্পর্কে তথ্য অনলাইনে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব একত্রিত করার প্রয়োসেই এই পোস্ট।
কিছু কবিতা এবং কবিতার অংশবিশেষও আছে। আছে বইয়ের প্রচ্ছদ।
প্রথমেই প্রয়োজনীয় কিছু লিংক :
জীবনানন্দ দাশ : উইকিপিডিয়ার বাংলা সংস্করণে
উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে
জীবনানন্দ দাশ : Answers.com এ একটি লেখা
জীবনানন্দ দাশের ‘অবসরের গান’: একটি জ্যামিতিক পর্যবেক্ষণ
ব্লগস্পটে জীবনানন্দ দাশকে নিয়ে বেশ ভালো একটি সাইট
জীবনানন্দ দাশের পাঁচটি কবিতা
বর্ণমালায় জীবনানন্দ দাশ
বনলতা সেন কবিতাটি নিয়ে উইকিপিডিয়ায় চমৎকার আলোচনা এবং কয়েকটি ভাষায় কবিতাটির অনুবাদ
কয়েকটি ভাষায় এবং কয়েকজন দ্বারা করা বনলতা সেন এর অনুবাদ
জীবনানন্দ দাশের বেশ কিছু কবিতা
বাংলা কবিতা : জীবনানন্দ দাশের আধুনিকতা
## জীবনানন্দ দাশের একটি জনপ্রিয় ছবি

## বনলতা সেন কাব্যগ্রন্থের প্রচ্ছদ

গ্রন্থতালিকা : জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থ
* ঝরা পালক (১৯২৮)
* ধুসর পাণ্ডুলিপি (১৯৩৬)
* বনলতা সেন (১৯৪২)
* মহাপৃথিবী (১৯৪৪)
* সাতটি তারার তিমির (১৯৪৮)
* শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
* রূপসী বাংলা (১৯৫৭)
* বেলা অবেলা কালবেলা (১৯৬১)
* আলো পৃথিবী (১৩৮৯ বাংলা)
প্রবন্ধগ্রন্থ
* কবিতার কথা (১৯৫৫)
* বনলতা সেন (১৯৪২)
গল্প ও উপন্যাস
* জীবনানন্দ দাশের গল্প (১৩৭৯ বাংলা)
* সুতীর্থ
* মাল্যবান (১৯৭৩)
### জীবনানন্দ দাশের কিছু কবিতা এবং কবিতার অংশবিশেষ
০০১.
হায় চিল
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে!
(বনলতা সেন, ১৯৪২)
০০২.
নির্জন স্বাক্ষর
তুমি তো জানো না কিছু - না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;
যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে -
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের 'পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার
ক্ষ'য়ে যাবে সেদিন সকল?
আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে?
আমি ঝ'রে যাবো - তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ'রে সেদিন পৃথিবীর 'পরে,
- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
-- অংশবিশেষ --
(ধুসর পাণ্ডুলিপি, ১৯৩৬)
০০৩.
আমাকে একটি কথা দাও
আমাকে একটি কথা দাও যা আকাশের মতো
সহজ মহৎ বিশাল,
গভীর; - সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে
মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন,
আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর।
সেই রাত্রির নক্ষত্রালোকিত নিবিড় বাতাসের মতো:
সেই দিনের - আলোর অন্তহীন এঞ্জিন চঞ্চল ডানার মতন
সেই উজ্জ্বল পাখিনীর - পাখির সমস্ত পিপাসাকে যে
অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিমশরীরিণী মোমের মতন।
(বেলা অবেলা কালবেলা, ১৯৬১)