১ম পর্বে '৯৪ বিশ্বকাপ পর্যন্ত ফুটবলারদের নানা বিচিত্র হেয়ারস্টাইল নিয়ে আলোচনা করেছিলাম। এবারে এর পরবর্তী সময়ে ফুটবলে বিবর্তনের কিছু নমুনা দেখাবো আপনাদের।
নব্বই দশকের শেষ দিকে হেয়ারস্টাইল নিয়ে আলোচনায় আসেন সাবেক নাইজেরিয়ান ফুটবলার টারিবো ওয়েস্ট। '৯৮ বিশ্বকাপে তৎকালীন ইন্টারমিলানের এ খেলোয়াড় ড্রেডলক চুলের ইতিহাসে রীতিমত বিপ্লব ঘটান তাঁর "লিটল পাইলস অফ ড্রেডলক" চুলের মাধ্যমে।
এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর ঐ চুলকে সবুজ ডাই করে '০২ বিশ্বকাপেও ছিলেন আলোচনার তুঙ্গে।
২০০৭ এ রিটায়ার করার সময় টারিবো ওয়েস্ট।
'০২ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সবাইকে রীতিমত চমকে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদো। বরাবরই ন্যাড়া মাথার এই স্ট্রাইকার সেমিফাইনালে হাজির হন অদ্ভুত এক চুলের স্টাইল নিয়ে।
অনেক ফুটবলপ্রেমী তাঁর এ চুল কে ইতিহাসের সবচেয়ে জঘন্য চুল বলে আখ্যায়িত করেন। আমিও তাই করি তবে এ চুল নিয়েই ঐ ২ ম্যাচে ৩ গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ছেড়েছিলেন সেবারের এই গোল্ডেন বুটজয়ী।
"কর্নরো" চুলে রোনালদো (২০০৮)।
২০০০ সালের ইউরো'র সেমিফাইনালে সবার নজরে আসেন পর্তুগীজ ডিফেন্ডার আবেল জাভিয়ের। অত্যন্ত পরিশ্রমী এ খেলোয়াড়ও ক্যারিয়ারের বিভিন্ন সময় নানা বিচিত্র চুলের কারনে হয়েছেন আলোচিত। দেখুন তাঁর কিছু হেয়ারস্টাইলের নমুনা।
তবে বিচিত্র সব চুলের মাঝেও অনেক খেলোয়াড় তাদের দেশপ্রেমেরও পরিচয় দিয়েছিলেন। ২০০২ বিশ্বকাপে যেমনটা করেছিলেন জার্মানির ক্রিশ্চিয়ান জিয়েগে।
অতি সাধারন "মোহক" চুল মনে হলেও নিচের ছবিটি একটু ভালো করে খেয়াল করুন। চুলে কালো, লাল ও সাদা রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নিজ দেশের পতাকা।
ইতালির বর্তমান স্ট্রাইকার মারিও বালোতেল্লিও চুলে এঁকেছিলেন দেশের পতাকা।
খ্যাপাটে এ ফুটবলারের নানা পাগলামি নিয়ে কয়েকদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম। এখানে ক্লিক করে পড়ে দেখতে পারেন।
ফরাসি ফুটবলার জিব্রিল সিসে ও কম যান না চুলের ব্যাপারে। তাঁরও কিছু বাহারি চুলের সমাহার দেখুন।
(গ্রিন ট্রোজান)
(স্পাইডার ওয়েব)
(এইটা বেশি জোস)
এ পর্বে আপাতত এ পর্যন্তই। আরও চুলের ভাণ্ডার নিয়ে ফিরে আসছি ৩য় পর্বে খুব শীঘ্রই।
আমার আগের পোস্টঃ
বালোতেল্লিনামা
ফুটবলম্যানিয়াঃ বাহারি চুলের ফুটবল (পর্ব-১)
(পোস্টে কোন ভুল তথ্য বা আরও কোন অদ্ভুত হেয়ারস্টাইলের খোঁজ পেলে কমেন্টে উল্লেখ করার অনুরোধ থাকলো।)
To be continued..
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১২ রাত ১১:০০