*** আমরা এই সভ্য মানুষদের ঐ নির্বোধ পেঙ্গুইনদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ।সাময়িক যৌনতৃপ্তি মেটানোর দায়ে আমরা একটা ফুটফুটে নতুন প্রাণের জন্ম দিই , কিন্তু সমাজ আর লোকচক্ষুর ভয়ে সেই সন্তানের উপাধি হয় "অবৈধ" , ময়লার পুটলির মত যার জায়গা হয় রাস্তার ডাস্টবিন কিংবা গাড়ির চাকার তলায় ।তীব্র আঘাতে বিচ্ছিন্ন হয় তার সুন্দর প্রাণটা ।তাতে শুধু বাচ্চাটাই মরে , কোন শাস্তি হয় না তার "অবৈধ মা-বাবার" ! পেঙ্গুইনদের মত তাদের মনে বাচ্চাটার জন্য সামান্যখানি দয়াও হয় না !! এভাবে প্রতিদিন এমন শতশত শিশুর জন্ম হচ্ছে কিছু তরুণ-তরুণীর ইচ্ছাকৃত ভুলের কারণে , ভুল যখন ইচ্ছাকৃতভাবেই করা হয় তখন তাকে ভুল না বলে অপরাধ বলাই শ্রেয়তর ।
অতি আধুনিক হবার সাহস থাকলে সেই আধুনিকতার কুফলগুলোর মুখোমুখি হবারও সাহস থাকা উচিত ।আমি সেক্স করবেন ভালো কথা , অসতর্ক থাকবেন আরো ভালো কথা , কিন্তু আপনাদের ভুলের দায় নিয়ে কেন একটা নবজাতক ডাস্টবিনে পড়ে থাকবে ? তার জন্মে তো ভূমিকাটা তার নয় ! তবে সে কেন ভিকটিম হবে ? বিজ্ঞানীরা কনডম আবিষ্কার করেছেন বহু আগে , একটা প্রতিষেধক থাকা সত্ত্বেও কেন আপনি অসতর্ক হবেন ? যারা এই দেশটায় আধুনিক ইউরোপ আমেরিকার মুক্তমনা সমাজব্যবস্থা দেখতে চান তারা আগে ওদের মত সাহসী হতে শিখুন ।
তাছাড়া আপনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবেনই বা কেন ? ধর্ম আপনার মনে একটুও দাগ কাটেনি ? যাকে ভালোবাসেন তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে পারলেন না ? মেয়েরা কি নিজের পরিণতির কথা একবারও ভাবতে পারে না ? পুরুষটা মায়া-দয়াহীন হতে পারে কিন্তু একজন নারী কিভাবে তার সন্তানকে ডাস্টবিনে ছুড়ে আসতে পারে ?
আর হ্যাঁ , এরপরেও যদি নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে তবে সত্যটা প্রকাশের সাহস রাখুন ।কোন বেশ্যা নিশ্চয়ই তার অনৈতিক সম্পর্কের ফলে জন্ম নেয়া সন্তানকে রাস্তায় ফেলে আসে না , এটা আমাদের সভ্য সমাজের সভ্য মানুষরাই ।এরাই রাস্তায় ভালোমানুষির সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় , এদের মুখের ফুলঝুড়ি ছোট নৈতিকতা আর মূল্যবোধের ।আর এই তারাই দিনে দুপুরে অবৈধ যৌনপূর্তি করে ! আদুল গায়ে ঘাম ছড়িয়ে সুখ মেটায় !
এই সমাজ ঐ বাচ্চাটাকে অবৈধ বলে ! কেন ? বাচ্চাটা কেন অবৈধ হবে ? তার কি দোষ ছিল ? যাদের ভুলের জন্য তাকে অবৈধ বলা হল তাদের কোন দোষ নেই ?? ঐ বাচ্চাটা অবৈধ না , বরং "অবৈধ" তার "বাবা-মা" !!
