সময় যখন যায়, খুব দ্রুত বয়ে যায়, ঝড়ের দিন গুলো বোধহয় এমনি হয়। সব আগল আমরা খুলে ভালোবেসেছিলাম। কোথাও শার্শিতে আমরা ছিটকিনি দেইনি। অনর্গল বলে গেছি ভালোবাসার কথা। বাইরের বৃষ্টি আমাদের যেমন ভিজিয়েছে তেমনি রোদেও পুড়েছি দুজন, মাতাল হাওয়ার বাতাসে উড়ে যাওয়া তোমার চুলের সুবাসে আমি হারিয়েছি কতবার।কত কথাই না হারিয়েছে দুজনের, আজ আবার মনে পড়ে বলা হয়নি অনেক কথা।
এই কথাটা এভাবে বলা যেতো, না না এভাবে....
হাহাহা... এখন আমার নতুন খেলা এটা।
আমরা কি সরে গেছি দূরে? অনেক দূরে?
না না তাকি সম্ভব!
কেন তাই তো মনে হচ্ছে!
উহু তানা, আমরা যাইনি সরে, শুধু কিছু সময় গেছে চলে।
আমি না হয় দাড়িয়ে আছি কোন এক পুবের বিলের পাড়ে মাঝির বেশে; হেটে যাওয়া অনেক্ষানি পথ তুমি কি আবার আসবে ফিরে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩১