কোন ধরনের তারকা অভিনেতা / অভিনেত্রী নেই তারপরেও মুভিটা দেখে ভাল লাগবে শুধুমাত্র অভিনয় এবং ডায়ালগের কারণে। দেড় ঘন্টার উপরে চলা পুরো মুভিটাই শুধুমাত্র একটা রুমের মধ্য।
একটা রহস্যময় এবং পাওয়ারফুল অর্গানাইজেশনের লোক নিয়োগের পরীক্ষার সর্বশেষ ধাপ। এই পর্যায়ে পরীক্ষার্থীদের শুধুমাত্র ১টা প্রশ্নের উত্তর দিতে হবে। পরিদর্শক এসে তাদের তিনটা রুল বলে দেন যার একটিও যদি কেউ ভংগ করে তবে সে বহিষ্কৃত হয়ে যাবে। রুল তিনটি হচ্ছে -
১। গার্ড বা পরিদর্শক কারো সাথে কথা বলার চেষ্টা করলে,
২। উত্তরপত্র নষ্ট করলে, এবং
৩। পরীক্ষার হল থেকে বের হয়ে গেলে।
সময় দেয়া হয় ৮০ মিনিট। ৮০ মিনিটের মাঝে উত্তর দিতে হবে শুধুমাত্র ১টা প্রশ্নের। এরপর পরিদর্শক চলে যায়। রুমে থাকে কোমরে পিস্তল সহ গার্ড আর ৮জন ক্যান্ডিডেট। যথাসময়ে পরীক্ষা শুরু হয়। সবাই অধীর আগ্রহে প্রশ্নপত্র খুলে দেখে কোন প্রশ্নই নেই।
বাকীটুকু নিজেরা দেখে নিন। আশা করি ভাল লাগবে। পুরো মুভি দেখার পর চমকিত হবেন শিউর। যারা Mystery এবং Thriller ক্যাটাগরীর মুভি ভালবাসেন তাদের জন্য মাস্ট সি। বিশেষ করে ট্যাগলাইন টা দেখেই মুভিটা দেখতে ইচ্ছে করবে।
80 minutes - 8 candidates - 1 answer - no question। এমন রহস্যজনক ট্যাগ লাইন দেখেই আমি মুভিটা দেখতে বসেছিলাম।
ইউটিউব ট্রেলার
আইএমডিবি ( র্যাংক - ৬.৮)
http://www.imdb.com/title/tt1258197
ডিরেক্ট এবং রিজিউমেবল ডাওনলোড লিংক (স্টেজভ্যু) -
stagevu.com/video/hlpfhotmerrn
যারা মিডিয়াফায়ার ভালবাসেন তারা নিচের সাইটে গিয়ে ডাওনলোড করতে পারেন
digitalmoviez.com/blog/exam-2009/