এক.
তিতা-নিমপাতার চিরলদৃশ্যে আজ
বিষবাষ্পের মিসাইল-চোখ উৎক্ষেপণে অপেক্ষমান
আর আমরা এখনো উরুস্তম্ভ দেখে
ভিমরী খেয়ে পড়ে থাকি নালায় ও ডুবায়।
যদিবা অযাচিতভাবে বেরিয়ে পড়ে
কোনো রূঢ়-কথন কিংবা পদলেহীর চিত্রসংলাপ
সেই ভয়ে কাপালিক খেয়ে ফেলে হত্যা ও
অপরাধতুল্য দলিলসব।
দুই.
মুক্ত-কথা কি প্রত্যুক্তি বা উদ্দেশ্যহীন বাহাস
প্রত্ন-প্রাচীর যুগেও এমন কৌশল নিয়ে
মানুষ সময় ক্ষেপণ করেছে প্রচুর, তবু
জিজীবিষায় কী অদ্ভুত স্বপ্ন বিলিকাটে।
তিন.
পরকীয় গল্পকথন সহজেই কলকে পেলে
শুভচিহ্ন ভেবে যারা সুখ পায়
তাদের ঘনীকৃত দাশেরা আজও
ক্লেদ ও গ্লানির পদাতিক হতে উদগ্রীব।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১০ ভোর ৬:৪৫