আপনজনেরা অপেক্ষার প্রহর গুনে
কার্ডিয়াক হাসপাতালের চেয়ারে বসে,
সব থেকেও যেন কী নেই
এক ঝাঁক শূন্যতা বুকে মানুষগুলো কী উদাস।
কেউ বা সিসিইউতে, কেউ আইসিইউয়ে
হাতে গাঁথা সেলাইনের মালা,
সাদা চাদর গায়ে শুয়ে অপেক্ষায় অনন্ত সুখ সন্ধানে
কারো আয়ূতে সুনামি, কারো টর্নেডো
কেউ বা পায় কেবল বৃষ্টির আভাস।
হাসপাতালের করিডোরে পা রাখলেই অনুভবে
জেগে ওঠে সুক্ষ্ম অনুভূতি
একেকটি মানুষ কতই না অসহায়
নিয়তির বেড়াজালে আটকে পার করে দেয় দিনরাত।
ডেটলের ঘ্রানে মুখরিত প্রাঙ্গন
এখানে হাসি আছে, আছে কান্নার রোল
আছে প্রিয়জন হারানোর ভয়,
অসুস্থ মানুষটাকে ঘিরে কিছু সম্পর্ক
ঠিক হওয়ার আকূতির সুরও আছে
আছে আন্তরিক সেবার কিছু উদাহরণ।
জীবনের এই সুখ দুঃখের প্রতিচ্ছবি মুখে নিয়ে
মানুষ ঘুরে বেড়ায় আজ হাসপাতালের করিডোরে।
©কাজী ফাতেমা ছবি
১৩-০৪-২০২৩
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩