চির দুঃখিনী মা একদিন বলেছিল—তুই পুংটি হবি
তোরও ভেতরে জ্বলছে কাঁচালঙ্কার ঝাল
আমি এখনও কাঁচালঙ্কা খাইনি মা
অথচ ঝালের তীব্র তেজ ছুঁয়ে যায় ঠোঁটের-পরত
দুষ্টুমী করে বন্ধুদের বাজিয়ে দেখতাম—সঙ্গদোষ কতদূর যায়
স্পর্শ করেছি কতো তেরো নদী আর সাতসাগরের জল
ভাঙিয়াছি কতো রঙিন চুড়ি
পায়ের গোড়ালিতে দুঃখগুলো গুড়িয়েছি প্রচণ্ড ক্ষোভে
দেব ঘরে কতদিন শরীর পেতেছি
না, কোনো দীক্ষাই আমাকে তুষ্ট করেনি
মানুষ পারে না এমন কিছু নেই
ভাঙতে ভাঙতে একজনম ফুরিয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯