শহরের বনেদী কুকুরগুলো আমারই দিকে তেড়ে আসে
ঘেউ ঘেউ করে গালি দেয় বলে, তোর ঝুটি কেটে দেবো
তোর বাড়বেড়েছে বড়, তুইও তসলিমা নাসরিন হবি
উন্মুখ চোখগুলো গিলে খায় তাবত শরীর
আমি তো কেতাব-পুরাণে এখনও চোখ রাখি
ছেকে আনি জীবনবাহি আধার
যেটুকু জানি মেলে ধরি নিজের বোধে
কোথাও পাইনি খুঁজে একবিন্দু বিরোধ
মাতালরাত্রিকে তাড়িয়ে দেবো স্বরের উচ্চগ্রামে
তবু যদি কুকুরগুলো একটু ঘুমুতে দেয়
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২২