ভালোলাগার মতো ই-বুক : নব আলোকে বাংলা
http://www.nauba-aloke-bangla.com/
কাব্য সংকলন : পাপ জেনেও স্পর্শ করি
http://www.nauba-aloke-bangla.com/EBook/Poetry_Afsar/Poetry_Afsar.htm
___________________________________________
শুরু
১.
একেলা আকাশ ঘুমিয়ে পড়ছে অন্ধকারে, অন্ধকার আমাকেও পাশে নাও নিত্যদিনে
২.
ভাষা জানি না, পাশা খেলি না, আশা পাই না, আমাদের অনেক কথা হয়... ভালোবাসা হয় না!
৩.
ভেতর-বাহির দু’রকম ভাবায়; ভেতরটা দেখতে চাই; খুলে ধর বুক, চিবুক, আমি মিলিয়ে যাই...
৪.
অপেক্ষা আর বুঝতে শিখায় না, গভীরে টানো দুইয়ে ভাগ করো; একটি চিহ্ন প্রতিশ্রুতি কত?…
৫.
মিলিয়ে যাই মিলাই, তৃতীয় নয়ন খুলে স্বপ্ন কুড়াই
শেষ
১.
একটাই ভয়
সে যদি সয়…
২.
চিহ্ন রেখে চুপচাপ
আর কত পরিমাপ…
৩.
স্পর্শ, অদৃশ্য-বিশ্বাস চেপে ধরেন
আঙুল গুনছি গণিত শিখান?
৪.
জল বৃষ্টির অভিভাবক
দেবী, মেঘ নয় প্রতারক…
৫
একমাত্র সেই জানে
নিশ্চয়তা কত ধ্যানে
__________
আবোল-তাবোল
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ ভোর ৫:২০