কোড শেখা একটি শিশুকে একটি নতুন ভাষা শেখানোর মতোই। আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল ।
কীভাবে কোড করতে হয় তা শেখা প্রাপ্তবয়স্কদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে, যা বেশিরভাগ পিতামাতাকে বাচ্চাদের পক্ষে এটি অসম্ভব বলে মনে করে। এটি অবিশ্বাস্য শোনাতে পারে, তবে কোড শেখার ক্ষেত্রে বাচ্চারা দুর্দান্ত। যদি একটি বাচ্চা ছোটবেলা থেকেই কোড করতে শেখা শুরু করে, তাহলে এটি জীবনের দক্ষতা অর্জন এবং ক্যারিয়ারের সুযোগ অন্বেষণের ক্ষেত্রে উভয়ের জন্য প্রচুর সুযোগের দ্বার উন্মুক্ত করে। ৭ বছর বয়স থেকেই প্রোগ্রামিং শিখে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এলন মাস্ক ১০ বছর বয়সে, ১৩ বছরে বিল গেটস প্রোগ্রামিং শিক্ষা শুরু করেন। । বাচ্চাদের জন্য কোডিং শুধুমাত্র তাদের গণিত এবং লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করে না বরং তাদের জীবনে এবং অবশেষে কর্মশক্তিতে মূল্যবান দক্ষতাও দেয়।
শিশুরা কেন প্রোগ্রামিং শিখবে?
প্রোগ্রামিং শিখলে শিশুদের-
১. সৃজনশীলতার বিকাশ ঘটবে
২. গাণিতিক দক্ষতা বাড়বে
৩. সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে
৪. আ্ত্মবিশ্বাস বেড়ে যাবে
৫. পড়ালেখায় ভালো করবে
৬. নতুন একটি ভাষাগত দক্ষতা বাড়বে, যা আগামী দিনের জন্য আবশ্যক।
কেন পাইথন শিখবে?
প্রোগ্রামিং সম্পর্কে সামান্য ধারণা আছে, অথচ পাইথনের নাম শোনেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। এই ভাষা দিয়ে কম্পিউটারের অধিকাংশ সফটওয়্যার, মোবাইল অ্যাপ, মোবাইল গেইম বানানো হয়। এছাড়া ডাটা সাইন্স, মেশিন লার্নিং সহ আরও অনেক রয়েছে পাইথনের একচ্ছত্র আধিপত্য।
লার্ন টাইম থেকে কেন শিখবে?
প্রতিটি শিক্ষার্থী আলাদা তাই তাদের শিক্ষার ধরণ ও আলাদা আমরা একজন শিক্ষাথী কে ২ জন শিক্ষক সুবিধা দিয়ে থাকি। এক্সপার্ট টিচার মূলত মেইন ক্লাস নিবেন। ভিসুয়াল প্রেজেন্টেশন ও গল্প করার মাদ্যমে। সেকেন্ড টিচার কাজ করবেন হোমওয়ার্ক এবং টেস্টস করানো। এছাড়াও শিক্ষার্থী ২৪ ঘন্টা যে কোনো সমস্যার সমাধান করবেন
স্বাধীনতা দিবস উপলক্ষে LearnTime.com.bd "কোডিং এ হাতে খড়ি" নামে সম্পূর্ণ বিনামুল্যে একটি কোর্স এর অফার নিয়ে আসছে। সম্পূর্ণ ফ্রিতে এক মাসে আপনার সন্তান পাইথনের পুরো বেসিক শিখতে পারবে ।
আবেদনের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ এর মাধ্যমে কোর্সে ভর্তি করান হবে। সুযোগ করে দেওয়া হবে। তবে আগ্রহীদের অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটারে ব্রডব্যান্ড ইন্টার্নেট সংযোগ থাকতে হবে। কোর্সের পরে একটি ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে।
"কোডিং এর হাতে খড়ি" কোর্সটি তে অংশগ্রহণের জন্য নিম্নের দেওয়া লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলুন
রেজিষ্ট্রেশন লিংকঃ http://free.learntime.com.bd
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৭