প্রতিটা রাতের ভোর আসে, ভোরের আলো ফুটতেই জীবন ছুটে চলে জীবিকার খোঁজে।
আর তুমি…??
এখনো ঘুমে? জাগো হয়ত! কিন্তু শরীরে থাকে আলস্যের জ্বর। আয়নাতে দেখ নিজেকে হয়ত… চোখের পাতায় আলতো কাজল হয়ে থাকে দুঃস্বপ্ন, জানালার গ্রিলের সাথে তোমার সক্ষ্যতা, হতাশার চাদরে ঘিরে রাখ পুরো আকাশ, দ্বিধার শেকলে বাধা তোমার পা, লজ্জা তোমাকে বাহুডোরে আটকে রাখে। হিরুমন্নতা তোমার সবথেকে প্রিয় বন্ধু, ইর্ষা তোমার সহপাঠী আর দারিদ্য… খুব স্বাভাবিক কারনেই তোমার প্রিয়তমা।
মনে রেখ তুমি তো লক্ষ্য কোটির মাঝে সৃষ্ট ভ্রূণ। সৃষ্টিলগ্ন থেকেই তুমি বিজয়ী, তোমার আগমণীই তোমার শ্রেষ্ঠ বিজয়। তুমি বিজয়ী, অদম্য, অপ্রতিরোধ্য। মেনে নাও জন্মগত ভাবেই তুমি রাজা, কোন ছাপোষা প্রজা নও। তাহলেই তুমি নির্বাসিত হলেও বনে জঙ্গল কেটে গড়ে তুলতে পারো আপন রাজ্য।
তোমার চারপাশে তোমার সমালোচক, তোমার স্বপ্নকে তারা তাচ্ছিল্য করবে। তোমার সফলতাকে তারা হিংসা করবে। তাদের কাছে পরামর্শ চাও তোমার আত্মবিশ্বাস ভাঙ্গে দেবে, সহযোগীতা চাও মুখ ফিরিয়ে নেবে। তোমার স্বপ্ন তাদের কথা আর আচরনে খুব সহজেই ভেঙ্গে যাবে। মনে রেখো, যারা কোন দিন যেই কাজ করতে পারে নি সেই কাজেই তোমাকে ভয় দেখাবে।
তাই তোমার ভবিষত্যের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তোমার লক্ষ্য ঠিক কর। লক্ষ্যে পৌছানোর জন্য চেষ্টা কর, পরিশ্রম কর, চর্চা কর। তোমার সামনে অনেক বাধা, তোমার প্রতিটা পদক্ষেপেই আসবে প্রতিবন্ধকতা। সেসব বাধা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করেই সফল হতে হবে। প্রতিযোগীতা করেই টিকে থাকতে হবে, ছিনিয়ে আনতে হবে সাফল্য। সর্বদা মনে রাখবে, পৃথিবীতে কেউ কারো জায়গাকরে দেয় না। যারা সফল তারা নিজের জায়গা নিজেই অর্জন করে।
তাই তুমিও শপথ কর, নিজেকে বিনির্মানে সচেষ্ট হও, বিজয়ের পথে এগিয়ে যাও। এখানেই তোমার শুরু। আজ থেকে প্রতিটা দিন, ক্ষণ, মূহূর্তের সময়কে কাজে লাগাও। প্রতিদিন সকালে ভেবে নাও আজই তোমার শেষ দিন। এমন কিছু কর যাতে মানুষ তোমাকে মনে রাখতে পারে।
তোমার ব্যার্থতা তোমার জন্য শিক্ষা, তোমার বাধা তোমার এগিয়ে যাওয়ার প্রেরনা। তোমার প্রতিটি চেষ্টায় তোমার অস্ত্র। তাই চেষ্টা কর, সাফল্য আসবে, আসবেই… আসবেই…
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৫