কমোরেড,
আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি।
আপনার মনে আছে শেষ চিঠিতে আপনাকে তনু হত্যার ব্যাপারে বলেছিলাম? জেনে অবাক হবেন ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে। ৩ জনের স্পার্মও নাকি পাওয়া গিয়েছে। আপনারা বিশ্বাস করবেন না। এসব ডাহা মিথ্যা কথা। আমি আবার বলছি তনু নামের কোন মেয়েই ছিলো না। সব মিডিয়ার সৃষ্টি।
জানেন যুদ্ধের আগে আওয়ামীলীগ যেভাবে নির্বাচনে জয়ী হতো এখনো ঠিক সেভাবেই ব্যালট বিজয় ঘটে।।যোগ্য প্রার্থীদের সবাই এমনকি মৃত মানুষেরা এসেও ভোট দিয়ে যায় জেনেও খুশি হবেন হয়তো। এমন সম্ভব হচ্ছে শুধুমাত্রই গণতন্ত্রের কল্যাণে। গণতন্ত্র এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
মনে পড়ে পার্বত্য অঞ্চল নামক একটা অঞ্চল ছিলো? যে অন্চলে ক্ষুদ্র কয়েকটা জাতি বাস করতো? সেখানে আজ আমাদের বৃহৎ জাতি গিয়েছে। কোন সমস্যা ছাড়াই জংলীরা তাদের জায়গাগুলো দিয়েছে। আশা করি বাকি যেগুলো আছে সেসব জায়গাও দিয়ে দিবে।
ভালো কথা বলতে তো ভুলেই গেলাম। এইমাসেই ৫ জনকে আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তারা পৌছেছেন তো ঠিকমত? প্রতিউত্তরে জানালে খুব ভালো হতো। সাথে কয়েকজন ছোট বাচ্চাও আসার কথা। পরীক্ষার রেসাল্ট খুব বেশি ভালো হওয়াতে তারা নিজের ইচ্ছাতেই গিয়েছিলো।
আমাদের দেশের বিচার ব্যাবস্থার কথা শুনলে খুব বেশি খুশি হবেন। এদেশের জনগণ তাদের ভোট দিয়ে যাদের নির্বাচিত করেন তাদের কয়েকজন দিব্যজ্ঞান সম্পন্ন। কখন কি কেন ঘটেছে তারা সব বলে দিতে পারেন। দেশের পুলিশ বেকার পড়ে থেকে জণগনের সেবায় নিয়োজিত রয়েছে।
আজ আর নয়। ভালো থাকবেন। দেশের কথা সবাইকে জানাবেন। আপনাদের মৃত্যু সার্থক ছিলো। জয়তু বাংলা।
ইতি
আপনারই অনুজ
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১:৫৮