খেয়ালীপনায় ছুয়ে আছে মন
ধূলোমাখা গায়, ভেসে চলে অজানায় ।
মেঘেদের মতো,
কথাদের ভাজে ভাজে জমে থাকা বৃষ্টি
ঝরে পড়ে টিপটাপ
তুমি আনমনে শুনে যেও অগোছালো সংলাপ ।
আমি আজ সারারাত কুয়াশা মাখি গায়
ভোর হলে এসো তুমি শিশির মাখিয়ে দেব পায় ।
কান পেতে শুনে নিও
হেটে আসা পথে শুকনো পাতাদের মুমূর্ষু আহবান
বারে বারে এ পথে হেটে যেও তুমি
তোমার পথের ধুলায় মিশে রবে প্রাণ ।