somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি প্রতিদিনের অচেনা পথিক।

আমার পরিসংখ্যান

সুজন চন্দ্র পাল
quote icon
আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

খেয়ালীপনা অথবা তুমি

লিখেছেন সুজন চন্দ্র পাল, ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

খেয়ালীপনায় ছুয়ে আছে মন
ধূলোমাখা গায়, ভেসে চলে অজানায় ।
মেঘেদের মতো,
কথাদের ভাজে ভাজে জমে থাকা বৃষ্টি
ঝরে পড়ে টিপটাপ
তুমি আনমনে শুনে যেও অগোছালো সংলাপ ।
আমি আজ সারারাত কুয়াশা মাখি গায়
ভোর হলে এসো তুমি শিশির মাখিয়ে দেব পায় ।
কান পেতে শুনে নিও
হেটে আসা পথে শুকনো পাতাদের মুমূর্ষু আহবান
বারে বারে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

অর্থহীন

লিখেছেন সুজন চন্দ্র পাল, ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

তুই আমার,
কালো মেঘে ঢাকা নীল আকাশ
কিছু সময়ের অর্থহীন কবিতা
প্রাণের কাছে মনের আকুলতা
সহস্র আলোকের মিছিলে ছড়িয়ে থাকা আর্তনাদ
কৃ্ষ্ণগহ্বরে জীবনের অন্তেষ্টিক্রিয়া ...। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

স্রোতধারা

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪

মেঘে ঢাকা নীল আকাশ রংধনু সাজে
আবার তোমাকে মুগ্ধ করবে বলে
বির্সজন দিল কত লক্ষ-কোটি ফোটা জল ।
তারি দু’ফোটা জল জমে ছিল
ভরা পুকুরে শাপলার পাতায় ।
সারাক্ষন টলোমল মৃদু বাতাস বহে
স্রোতধারায় মিলবে বলে কত আকুতি করে
যদি আরেকটু সাড়া পায় ।
প্রস্ফুটিত আলোকে উচ্ছ্বসিত বিকিরন
হয়তো এবার ফুরোবে
কনায় কনায় জমে থাকা আস্ফালন ।
ক্ষুদ্র সে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

আচ্ছাদিত জীবন

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩

কলমের আচড়ে,
বেচে থাকা জীবন ।
ঝড়ে পড়া ঘামে লবনাক্ত স্বপ্ন
এক টুকরো পত্রিকার পাতায় ঝাপসা দৃষ্টি
রক্তে রঞ্জিত সাত পুুরুষের উচ্ছলতা ।
চার দেয়ালে বদ্ধ ইথারে,
ভাসমান পাড়ি দেয়া জীবনের কোলাহল ।
বন্ধ বাক্সে পড়ে থাকা,
অনেক দিনের পুড়োনো ডায়েরীর,
কয়েক পৃষ্ঠা কাগজের ভাঁজে আচ্ছাদিত আমি ।


বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

বিশ্বাস কর বা নাইবা কর !!!

লিখেছেন সুজন চন্দ্র পাল, ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২

ঠিক আমাদের হাতের নখের মতো করে একটা সময় ব্যবধানে নতুন হয়ে যাচ্ছে আমাদের দেহের প্রতিটা অংশ ।( তাই হয়তো আগে যা সইতো না, তা এখন অনায়াসে সয়ে যায় । ) শুধু নতুন হচ্ছে না আমাদের চোখ । সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একি থেকে যায় । (তাই হয়ত তোমাকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

জলের কণায়

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

একফোটা জলের কণায় কণায়
জমে থাকা নিশব্দ নৃত্যকলা ।
ভোরের আলোয় ঝলমলিয়ে উঠবে বলে
সঙ্গী করে নিলো ,
রাতের আকাশে ভেসে বেড়ানো বাষ্প কণা ।
সারা রাত বাষ্প-জলে নৃত্য মিতালী
তুমি দুয়ারে এসে দাড়ালে
ঊড়াল দিব অসীম আকাশে নিয়ে তোমার প্রতিচ্ছবি। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

ভেঁজা বাতাস

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:০৩

অক্সিজেনের কি সাধ অথবা গন্ধ আছে
খুজেছি বহুবার ভেঁজা বাতাসে
সারা বেলা ঘুরে এলাম কত পথ
সেইতো গায়ের গন্ধ, ধুলা-বালি
ব্যস্ত পথিকের ফেলে যাওয়া ছাই-পাশ।
উফ কি সব চেনা জানা দুর্গন্ধে ভেজা মাটি।

আজ রাতটা ভীষণ মিষ্টি লাগছে
জেগে আছি তাই
ভাবছি শিশিরে ভেজা বালুকনা
যখন মিশে যাবে মাটিতে।
তখন নির্মল বাতাসে
খুজে নেব অক্সিজেনের সাধ-গন্ধ।

ঘরের সবক'টা জানালা খুলে রেখেছি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

বালুকাবেলা

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

নিউরনে জমে থাকা ভালবাসা
বাউণ্ডুলে বাতাসে শুষ্ক হয়ে গেছে।
পরিচিত নীল আকাশের নিচে
গোধূলির অল্প আলোতে
তোমার স্পর্শে সময়ের থেমে থাকা
অক্সিটোসিনের অসম্ভব দৌরাত্য
এখন শুধুমাত্র কিছু স্মৃতির তুলিপট।
তোমার সাথে কাটানো আমার বালুকাবেলা
সমুদ্রের উচ্ছসিত আবেগী জলকণায় ভেসে গেছে।
হয়ত এখনো তার কিছু জলকণা বায়ুতে মিশে আছে
কোনদিন বৃষ্টি হয়ে তোমাকে ভেজানোর আশায়। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

সেই তুমি কেন অচেনা হলে

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

"সেই তুমি কেন অচেনা হলে"
গানের সুরে যেই ছেলেটি বারে বারে শিশ দিত
সেই ছেলেটি আজ কেমন গানের কথাদের সাথে
নীরবে ফোটা ফোটা চোখের জল ফেলে ।
যেই মেয়েটি কবিতার দু লাইন শুনেই
নাটোরের বনলতা সেন হবে বলে
বারে বারে ছেলেটির মুখে হাসি ফোটাতো
সেই মেয়েটি এখন কবিতা ভালবাসে না।
যেই ছেলেটা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

তুমি

লিখেছেন সুজন চন্দ্র পাল, ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৪

তুমি স্মৃতিতে আছো বলেই
এখনো স্মৃতিরা আমায়
শীতের চাঁদর মুড়ি দিয়ে উষ্ণ রাখে।
তুমি এখনো আমাকে ভাবাও বলে
আমি নীল আকাশের বুকে ভেসে বেড়ানো
কালো মেঘ, সাদা মেঘ নিয়ে ভাবতে পারি।
তুমি জীবনে এসেছিলে বলে
আমি এখনো জীবনের পাতায়
লাল, নীল, সবুজ রঙের ছবি আকি।
তুমি আমার বসন্ত ছিলে বলে
আমি এখনো শীতের চাঁদর মুড়ি দিয়ে
বসন্তের অপেক্ষা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

নারী-পুরুষ

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৫

আমি পুরুষ বলেই
তুমি হয়তো নির্দ্বিধায় আমাকে যন্ত্রণা দিচ্ছ।
আমার সহ্য করার ক্ষমতা আছে
ভেবেই হয়তো তুমি আমাকে অকথ্য কথামালায় ছলনা করছো।

তুমি আমার পুরুষত্বের পরীক্ষা যতবারই নিবে
ততবারই তুমি তোমার নারীত্ব হারাবে।

তুমি নারী বলেই,
আমি তোমাকে নির্দ্বিধায় ভালবাসছি
তোমার ভালবাসার ক্ষমতা আছে
ভেবেই হয়তো আমি তোমাকে কথামালায়
কবিতা লিখছি।

আমি পুরুষ
তোমার নারীত্বে আমার ভালোবাসা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

প্রিয় চুইংগাম এবং e320

লিখেছেন সুজন চন্দ্র পাল, ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৫

Antioxidant e320 ( Butylated hydroxy-anisole ) এই রাসায়নিক উপাদানটি আমাদের দেশে চুইংগাম এ ব্যবহৃত হয় যা চোখ, ত্বক , শ্বসনতন্ত্রের ক্ষতি করে। এছাড়াও এর থেকে হতে পারে ক্যান্সার । ১৯৫৮ সালে জাপান এটি নিষিদ্ধ করে ।

এই বিষয়ে আরো লেখার ইচ্ছে থাকলেও আপাতত সময়সংক্ষেপ cut paste এ কাজ চালাতে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

এক মাঝ বয়সীর সুইসাইড নোড

লিখেছেন সুজন চন্দ্র পাল, ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

আজ ভাবনাগুলো কেমন যেন সুযোগ করে নিল
জানালার পর্দাগুলো মৃদূ বাতাসে দুলছে
মাথার উপর সিলিং ফ্যানটা ইচ্ছে করেই বন্ধ রেখেছি
পুরো গা ঘামছে
মনের ভাবনাগুলো স্পর্ধা পেয়ে বসলো-
প্রেমিক ছিলে তুমি
আজ প্রতিবেশী হলে।
শুধুমাত্র একটা কাগজে তোমার দস্তখত
আর আমার বাধ্য হওয়া।
আমাদের ঘরের সেই ফুলদানিটায় জমে যাওয়া
ধুলো ময়লা পরিষ্কার করতে যেয়ে
হাত থেকে ফোঁসকে পড়ে ভেঙ্গে যাওয়ার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

একদিন পৃথিবীটা কোন এক আদেশের বলে স্বর্গ হবে

লিখেছেন সুজন চন্দ্র পাল, ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৫

একদিন খুব ভোরবেলা আমি পথে হাটবো
শিশির ভেজা পা দুটো আমার,
শীতল মাটির স্পর্শে ভালোবাসা পাবে।
আমি হাতের আংগুলের ডগায় একফোটা শিশির তুলে নিবো
কোন সবুজ ঘাসের পাতার কাছ থেকে।

তখন লাল সূর্য্য আকাশের গায়ে আবীর মেখে দেবে
আর মায়ের কোল থেকে নেমে আসা ছোটবাবুটির মতো খিলখিলিয়ে হাসবে
আমি হাতের আংগুল বাড়িয়ে দেবো ঈষৎ ভালোবাসার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

তুমি আসলেই

লিখেছেন সুজন চন্দ্র পাল, ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮

একটা জগৎবিখ্যাত কবিতা লিখবো বলে
দু দিন দু রাত ধরে শুধু ভেবেই চলেছি।
তোমাকে নিয়ে কবিতা সাজাবো বলে
এই কয়েকদিন তোমায় লুকিয়ে লুকিয়ে দেখছি
তুমি রুম থেকে বেরিয়ে বেলকনিতে এসে কিছুক্ষন দাড়িয়ে
আবার রুমে চলে যাচ্ছো
মাঝে মাঝে কি জানি কি গানে গলায় সুর তুলছো
তোমার রুম থেকে আমার রুমের দূরত্ব খুব বেশি না হলেও
তোমার স্পষ্ট... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৬২৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ